পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৭ অধ্যায়।] তুমি অদ্যাপি জীবৎ আছি। এ* পরে যুষফ আপন ভুতাদিগকে ও পিতার পরিবারকে কহিল, আমি গিয়া ফিরেীণকে সমীচার' দিয়া কহিব, আমার ভাতৃগণ ও পিতার সমস্ত পরিবার কিনান দেশহইতে আমার নিকটে আসিয়াছে। ** তাহারা পশুপালক ও পশুব্যবসায়ী, এ কারণ আপনাদের গোমেষাদি পাল প্রভূতি সৰ্ব্বস্ব আনিয়াছে। ৩৩ তাহাতে ফিরেীন তোমাদিগকে ডাকিয়া, তোমাদের কি ব্যবসায় ? এ কথা যখন জিজ্ঞাসা করিবে, তখন তোমরা কহিবা, 29 আপনকার এই দাসগণ বাল্যাবধি আদ্য পর্যন্ত পিতৃপুরুষানুক্রমে পশুব্যবসায়ী, তাহাতে তোমরা গোশন প্রদেশে বাস করিতে পাইবা; কেননা পশুপালক সকল মিস্ট্রীয়দের কাছে ঘূণাসপদ আছে। - ৪৭ অধ্যায়। ১ যুষফের পিতাকে ও পাঁচ ভ্রাতাকে ফিরোণের সহিত সাক্ষাৎ করাওন, ১৩ ও শস্যের নিমিত্তে লোকদের রৌপ্য ও পশু প্রভূতি মূল্য দেওন, ২৩ ও ফলের পঞ্চম ভাগের নিমিত্তে বীজ দেওন, ২৭ ও যুষফকে যাকুবের শপথ করাওন।

  • পরে ঘূষষ্ণ গিয়া ফিরৌণকে সমাচার দিয়া কহিল, আমার পিতা ও ভাতৃগণ কিনানদেশহইতে আপন গোমেষাদির পাল প্রভূতি সৰ্ব্বস্ব লইয়া আসিয়াছে ; এখন তাহার গোশন প্রদেশে আছে। ২ এবং যুষফ আপন ভাতৃগণের মধ্যে পাঁচ জনকে লইয়া ফিরেীণের সহিত সাক্ষাৎ করাইলে ৩ ফিরেীন তাহার সেই ভুতাদিগকে জিজ্ঞাসা করিল, তোমাদের ব্যবসায় কি ? তাহাতে তাহার ফিরেীণকে কহিল, আপনকার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে পশুপালক । * তাহারা ফিরেীণকে আরো কহিল, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কেননা কিনানদেশে অতি ভারি দুর্ভিক্ষ হইয়াছে, তাহাতে আপনকার এই দাসঙ্গের পশুপালের চরাণী হয় না ; অতএব নিবেদন করি, আপনকার এই দাসদিগকে গোশন প্রদেশে বাস করিতে দিউন। * তাহাতে ফিরেীন যুষফকে আজ্ঞা করিল, তোমার পিতা ও ভাতৃগণ তোমার কাছে আসিয়াছে ; “ দেখ, মিসরদেশ তোমার সম্মুখে আছে; দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভাতৃগণকে বাস করাও ; তাহারা গোশনপ্রদেশে বাস করুক ; এবঞ্চ, তাহাদের মধ্যে যাহাকে ২ - নিপুণ লোক বোধ হয়, তাহাদিগকে আমার পশুপালের অধ্যক্ষপদে নিযুক্ত কর। " পরে যুষয় আপন পিতা যাকুবকে আনাইয়া - ফিরেীণের সহিত সাক্ষাৎ করাইল ; তাহাতে যাকুব ফিরেীণকে

H আদিপুস্তক l 8 ఏ আশীৰ্ব্বাদ করিল। তখন ফিরেন যাকুবকে জিজ্ঞাসিল, কত বৎসর তোমার বয়স হইয়াছে ? - যাকুব ফিরেীণকে কহিল, আমার প্রবাসকালের এক শত ত্রিশ বৎসর হইয়াছে ; আমার আয়ুর দিন অল্প ও ক্লেশজনক ; আমার পূর্বপু রুষদের প্রবাসকালের আয়ুর তুল্য নয়। ** পরে যাকুব ফিরেীণকে আশীৰ্ব্বাদ করিয়া তাহার সাক্ষাংহইতে বিদায় হইল। * তখন যুষফ ফিরেীণের আজ্ঞানুসারে মিসরদেশের উত্তম অঞ্চলে অর্থাৎ রামিষেষ নামক প্রদেশে অধিকার দিয়া আপন পিতাকে ও ভাতৃগণকে বসতি করাইল। * এবং যুষফ আপন পিতাকে ও ভুতৃিগণ প্রভূতি সমস্ত পিতৃপরিজনকে প্রত্যেকের পরিবারানুসারে ভক্ষ্য দ্রব্য দিয়া প্রতিপালন করিল।

  • ৩ তৎকালে সৰ্ব্বদেশে অতি ভারি দুর্ভিক্ষ হওয়াতে খাদ্য বস্তুর এমত অভাব হইল, যে মিসরদেশীয় ও কিনানীয় লোকের দুর্ভিক্ষ প্রযুক্ত মুষ্ঠাগতপ্রায় হইতে লাগিল। ** অপর লোকেরা যুষফের নিকটে যে শস্য ক্রয় করিল, তাহার মূল্যার্থে যুষফ মিসরদেশ ও কিনানদেশের তাবৎ রৌপ্য সংগ্ৰহ করিয়া ফিরেীণের ভাণ্ডাৱে আনিল ** এই রূপে মিসরদেশে ও কিনানদেশে রূপার অভাব হইলে মিস্ট্রীয় লোকেরা যুষফের নিকটে আসিয়া কহিল, আমাদিগকে খাদ্য দ্রব্য দেও, আমাদের রূপার শেষ হওয়াতে আমরা কি তোমার সম্মুখে মরিব ? ** জাহাতে যুষফ কহিল, তোমাদের পশু দেও; যদি রূপার শেষ হইয়া থাকে, তবে পশুর পরিবর্বে তোমাদিগকে শস্য দিব। * তখন তাহারা যুষফের কাছে আপন ২ পশু আনিলে যুষফ অশ্ব ও মেষপাল ও গোপাল ও গৰ্দ্দভাদি পরিবর্ত্ত লইয়া তাহাদিগকে শস্য দিতে লাগিল ; এই রূপে যুষফ তাহীদের সমস্ত পশু লইয়া সেই বৎসর তাহাদিগকে খাদ্য দিল। ১৮ এবং সম্বৎসর পূর্ণ হইলে দ্বিতীয় বৎসরে তাহারা যুষফের নিকটে আসিয়া কহিল, আমরা প্রভুহইতে কিছু গোপন করিব না ; আমাদের তাবৎ রৌপ্য শেষ হইয়াছে, এবং পপ্তধনও প্রভুরই হইয়াছে ; এখন আমাদের শরীর ও ভূমি ব্যতিরেকে প্রভুর সাক্ষাতে আর কিছুই নাই। -- কিন্তু আমরা আপন ২ ভূমির সহিত তোমার গোচরে কেন বিনষ্ট হইব ? তুমি বরং খাদ্য শস্য দিয়া আমাদিগকে ও আমাদের তাবৎ ভূমি ক্রয় করিয়া লও ; আমরা আপন ২ ভূমির সহিত ফিরেীণের দাস হইব ; পরে আমাদিগকে বীজ দেও ; তাহাতে বাচিব , নতুবা আমরা মরিব, এবং ভূমিও নষ্ট হইবে। ** এই রূপে দুর্ভিক্ষ তাছাদের অতি অসহ্য হইলে মিসুিরা প্রত্যেকে অা
  1. 9