পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e অধ্যায়।] দিব। ** তোমার পরিবর্ক্সে সে লোকদের কাছে বক্ত হইবে ; ফলতঃ সে তোমার মুখস্বরূপ হইবে, ও তুমি তাহার ঈশ্বরস্বরূপ হইবা । * আর তুমি এই যষ্টি হস্তে কর, কেননা ইহাদ্বারা এই সকল চিহ্ন দেখাইব ।

  • পরে মুসা আপন শ্বশুর যিথোর নিকটে গমন করিয়া কহিল, আমি বিনয় করি, মিসরে স্থিত আমার ভাতৃগণের নিকটে ফিরিয়া যাইতে, এবথ তাহারা অদ্যাবধি জীবৎ আছে কি না, তাহা দেখিতে আমাকে বিদায় কর । তাহাতে যিথে মূসাকে কহিল, কুশলে যাও। ** অার পরমেশ্বর মিদিয়নে মূসাকে কহিয়াছিলেন, তুমি মিসরে ফিরিয়া যাও ; কেননা যে লোকেরা তোমার প্রাণনাশে সচেষ্ট ছিল, তাহারা সকলেই মরিয়াছে। ২° তখন মূসা আপন স্ত্রী ও পুত্রগণকে গৰ্দ্দভারোহণ করাইয়া মিসরদেশে ফিরিয়া গেল, এবং সে আপন হস্তে ঈশ্বরের সেই शझैि ज्ञङ्गेल।
    • অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি মিসরে ফিরিয়া যাইতে যাত্রা করিতেছ ; অতএব সাবধান, আমি তোমার হন্তে যে সকল অদ্ভুত কর্ম করিতে দিয়াছি, তাহ ফিরেীণের সাক্ষাতে করিবা ; কিন্তু আমি তাহার অন্তঃকরণ কঠিন করিব ; তাহাতে সে লোকদিগকে ছাড়িয়া দিবে না। এবং তুমি ফিরেীণকে কহিব, পরমেশ্বর কহেন, ইসুয়েল আমার পুত্র, অর্থাৎ আমার জ্যেষ্ঠ পুত্রস্বরূপ। ২ অতএব আমি তোমাকে কহিতেছি, আমার সেবা করিতে আমার পুত্রকে ছাড়িয়া দেও ; দেখ, যদি তাহাকে ছাড়িতে অসস্মত হও, তবে আমি তোমার পুত্রকে অর্থাৎ জ্যেষ্ঠ

পুত্রকে বধ করিব।

    • পরে পথে উত্তরণীয় গৃহে পরমেশ্বর তাহাকে পাইয়া বধ করিতে চেষ্টা করিলেন । ** তখন

সিপেপার এক তীক্ষ অস্ত্ৰ লইয়া আপন পুভ্রের অর্কছেদ করিয়া তাহা তাহার চরণের নিকটে ফেলিয়া কহিল, আমার পক্ষে ভূমি রক্তপ্রিয় বর । ২ ° ফলতঃ ঈশ্বর তাহাকে ছাড়িয়া দিলে সে স্ত্রী অকছেদ প্রযুক্ত তাহাকে কহিল, আমার পক্ষে ভূমি রক্তপ্রিয় বর।

    • পরে পরমেশ্বর হারোণকে কহিলেন, ভূমি মুসার সহিত সাক্ষাৎ করিতে প্রান্তরে যাও। তাহাতে সে গিয়া ঈশ্বরের পর্বতে তাহাকে পাইয় চুম্বন করিল। ২৮ তখন মূসা ঈশ্বরের নিরূপিত তাবৎ বাক্য ও র্তাহার আজ্ঞাপিত তাবৎ চিহ্ন হারোণকে জ্ঞাত করিল।
    • পরে মূসা ও হারোণ যাইয়া ইসুয়েল বKশের প্রাচীনবগকে একত্র করিল। ** অনন্তর হারোণ তাহাদিগকে মুসার প্রতি পরমেশ্বরের উক্ত

I যাত্রপুস্তক l 《 কথা সকল জ্ঞাত করিল, এবং লোকদের দষ্টিতে সেই সকল চিহ্ন প্রকাশ করিল। * তাহাতে লোকের প্রত্যয় করিল, এবং পরমেশ্বর ইস্রায়েল বংশের প্রতি কৃপাদৃষ্টি করিয়া তাহাদের দুঃখ দেখিয়াছেন, ইহা বুঝিয় তাহারা তাহাকে প্রণাম করিয়া ভজনা করিল। - ৫ অধ্যায়। ১ ফিরেীণের নিকটে মুসা ও হারোণের গমন, ও তাছাদের প্রতি কিরেণের কথা, ৬ ও লোকদিগকে অনেক কর্মের ভার দেওন, ১০ ও তাঁহাদিগকে পলাল না দেওন, ও রাজার কাছে ইস্রায়েলীয় অধ্যক্ষদের কাকুক্তি, ২০ ও মুসা ও হারোণের প্রতি অনুযোগকথা, ও ঈশ্বরের প্রতি মূসার নিবেদন।

  • পরে মূসা ও হারোণ প্রবেশ করিয়া ফিরেীণকে কহিল, ইসায়েলের প্রভু পরমেশ্বর কহেন, প্রান্তরে আমার উদ্দেশে উৎসব করশাথে আমার লোকদিগকে ছাড়িয়া দেও। ২ তাহাতে ফিরৌন কহিল, পরমেশ্বর কে, যে তাহার কথা মানিয়া ইসুয়েল বংশকে ছাড়িয়া দিব ? আমি পরমেশ্বরকে জানি না, এবং ইসুয়েল বংশকে ছাড়িয়া দিব না। • তাহার কহিল, ইন্ত্রিদের ঈশ্বর আমাদিগকে দর্শন দিলেন ; অতএব আমর বিনয় করি, আমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করিতে তিন দিনের পথ আমাদিগকে প্রান্তরে যাইতে দেও ; পাছে তিনি মহামারীতে কিম্বা খড়গেতে আমাদিগকে সAহার করেন। * তাহাতে মিস্ট্রীয় রাজা তাহাদিগকে কহিল, হে মুসা ও হারোগ, তোমরা লোকদিগকে কেন কাৰ্য্যহইতে নিবৃত্ত কর ? তোমাদের ভার বহন কর্মে যাও। “ ফিরেীন আরো কহিল, দেখ, এ দেশে এই লোক এখন অনেক, এব^ তোমরা তাহাদিগকে ভারবহনহইতে নিবৃত্ত করিতেছ।
  • অপর ফিরৌন সেই দিনে লোকদের কার্য্যশাসক ও অধ্যক্ষগণকে এই আজ্ঞা দিল, তোমরা ইষ্টকাদি নির্মাণার্থে পূর্বের মত এই লোকদিগকে পলাল আর দিও না ; তাহারা যাইয়া আপনাদের জন্যে পলাল সRগ্রহ করুক। ৮ কিন্তু পূৰ্ব্বে তাহদের যত ইষ্টক নির্মাণের ভার ছিল, এখনও সেই ভার দেও; তাহার কিছু নুন করিও না ; কেমন তাহারা অলস, এই জন্যে চেচাইয়া কহে, আপন ঈশ্বরের উদ্দেশে বলিদান করিতে আমাদিগকে ছাড়িয়া দেও। - অতএব ইহার কর্মের ভারে ভারাক্রান্ত হইয় তাহাতেই ব্যস্ত থাকুক, অনর্থক বাক্যে মনোযোগ করিতে ইহাদের প্রয়োজন নাই।
    • অনন্তর লোকদের কার্যশাসকেরা ও অধ্যক্ষের বাহিরে ঘাইয় তাহাদিগকে কহিল, ফি

57