পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: মূসাকে প্রসব করিল ; ঐ ৭ অধ্যায়।] সন্তান হনোক ও পলু ও হিন্তোন ও কর্মি; ইহার রূবেণের বৎশ।

  • শিমিয়োনের পুত্র যিযুয়েল ও যামীন ও ওহদ ও যাখীন ও সোহর ও কিনানীয় স্ত্রীর পুত্র শৌল ; ইহার। শিমিয়োনের বংশ।
    • বংশানুসারে লেবির পুত্রদের নাম গেশোন ও কিহাৎ ও মিরারি ; লেবির আয়ু এক শত

সাঁইত্রিশ বৎসর হইয়াছিল। ** ও বংশানুসারে গেশোনের সন্তান লিবনি ও শিমিয়ি। ৮ এবং কিহাতের সন্তান অমুম ও যিষহর ও হিরোণ ও উর্ষীয়েল ; ঐ কিহাতের আয়ু এক শত তেত্রিশ বৎসর হইয়াছিল। ** ও মিরারির সন্তান মহলি ও মুশি ; ইহার পুরুষানুসারে লেবির বংশ। ** এবং অমুম আপন পিষী যেকেবদূকে বিবাহ করিলে সে তাহার ঔরসে হারোণকে ও অমুমের আয়ু এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল। ২১ ও যিমূহরের সন্তান কোরহ ও নেফগ ও সিখ্রি। ** এবং উৰীয়েলের সন্তান মীশায়েল ও ইলীষাফন ও সিন্ধুি। ২৩ এবং হারোণ অষ্মীনাদবের কন্য নহশোনের ভগিনী ইলীশেবাকে বিবাহ করিল ; তাহাতে সে স্ত্রী তাহার ঔরসে নাদবকে ও অবহুকে ও ইলিয়াসরকে ও ঈথামরকে প্রসব করিল। ২° এবং কোরহের সন্তান অসীর ও ইলকানা ও অবীয়াসফ ; ইহার কোরহের বRশ । ২° এবং হারোণের পুত্র ইলিয়াসর পূর্টীয়েলের এক কন্যাকে বিবাহ করিলে সে তাহার ঔরসে পীনিহসকে প্রসব করিল ; ইহারা লেবীয়দের পূৰ্ব্বপুরুষদের মধ্যে বংশানুসারে প্রধান ছিল। * এই যে হারোণ ও মূসা, ইহাদিগকেই পর, মেশ্বর কহিলেন, তোমরা সৈন্যশ্রেণীবদ্ধ ইস্রায়েল বংশকে মিসরদেশহইতে বহিরানয়ন কর। ২৯ ইহারাই মিসর হইতে ইসায়েল বংশকে বহিরানয়নার্থে মিসরদেশীয় ফিরেীন রাজার সহিত আলাপ করিল। ইহারা সেই মূসা ও হারোণ। , ২৮ অপর যে দিনে পরমেশ্বর মিসরদেশে মূসার সহিত আলাপ করিলেন, ২১ সেই দিনে এই কথা কহিলেন, আমি পরমেশ্বর, আমি তোমাকে যাহা কহি, তাহা তুমি মিস্ট্রীয় রাজা ফিরেীণকে কহ। * তাহাতে মূসা পরমেশ্বরের সাক্ষাতে কহিল, অসফুটবাক যে আমি, তুমির কথা ফিরেীন কি প্রকারে শুনিবে ? ৭ অধ্যায় । , ১ ফিরেীণের নিকটে যাইতে মুলাকে পরমেশ্বরের আজ্ঞা দেওন, ৮ ও যষ্টির সপ হওনের বিষয়, ১৪ ও ফিরোণের নিকটে মূসাকে পুনঃপ্রেরণ, ১৯ , , ও জলের রক্ত হওনের বিবরণ। - I 2 যাত্রাপুস্তক l f('S)

  • অপর পরমেশ্বর মূসার্কে কহিলেন, দেখ, আমি ফিরেীণের কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করিয়া নিযুক্ত করিলাম, ও তোমার ভাত হারোণ তোমার প্রচারক হইবে। * আমি তোমাকে যাহা ২ আদেশ করি, সে সকল ভুমি কহিবা ; এবং তোমার ভাতা হারোণ ফিরেীণকে তাহ কহিয়৷ ইসুয়েল বংশকে দেশহইতে ছাড়িয়া দিতে প্রবৃত্তি দিবে। ৬ কিন্তু আমি ফিরেীণের হৃদয় কঠিন করিব, এবং মিসরদেশে বাহুল্য রূপে আমার চিহ্ন ও আশ্চর্য ক্রিয়া করিব। * তথাপি ফিরেীন তোমাদের কথায় মনোযোগ করিবে না ; অতএব আমি মিসরদেশে হস্তাপর্ণ করিয়া মহাদণ্ডদ্বারা মিসর হইতে আপন সৈন্যসামন্ত অথাৎ আপন প্রজ ইস্রায়েল বংশকে বাহির করিব। * আমি মিসরদেশের প্রতি আপন হন্ত বিস্তার করিলে আমিই যে পরমেশ্বর, তাহা মিস্ট্রীয় লোকেরা জানিবে ; এবং আমি তাহাদের মধ্যহইতে ইসুয়েল বংশকে বাহির করিয়া আনিব । * পরে মুসা ও হারোণ পরমেশ্বরের আজ্ঞানুসারে কর্ম করিল। ঐ ফিরেীণের সহিত আলাপ হওনের সময়ে মূসার অশীতি ও হারোণের তিরাশী বৎসর বয়স ছিল । -

৮ অপর পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, তোমরা আপনাদের কোন চিহ্ন দেখাও, এমত কথা যদি ফিরেীন তোমাদিগকে কহে, তবে হারোণকে কহিও, তুমি যষ্টি লইয়া ফিরৌণের সম্মুখে নিক্ষেপ কর; তাহাতে সে যটি সপ হইবে । * তখন মূসা ও হারোণ ফিরেীণের নিকটে গিয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে কর্ম করিল ; বিশেষতঃ হারোণ ফিরেীণের ও তাহার দাসগণের সম্মুখে আপন নিক্ষেপ করিল, তাহাতে তাহা সৰ্প হইল। * তখন ফিরৌন আপন বিদ্বনিদিগকে ও গুণিগণকে ডাকিল তাহাতে মিস্ট্রীয় মায়াৰি লোকেরাও আপনাদের মায়াতে তদ্রুপ করিল। ..** ফলতঃ তাহারা প্রত্যেকে আপন ২ যষ্টি নিক্ষেপ করিলে সে সকলি সৰ্প হইল, কিন্তু হারোণের যটি তাহাদের সকল যষ্টিকে গ্রাস করিল। * তাহাতে পরমেশ্বর যেমন কহিয়াছিলেন, তদনুসারে ফিরৌণের হৃদয় কঠিন হইলে সে তাহাদের যথায় মনোযোগ করিল না।

    • অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, ফিরৌণের হৃদয় কঠিন হইয়াছে ; সে লোকদিগকে ছাড়িয়া দিতে অস্বীকার করে। * অতএব ভূমি প্রাতঃকালে ফিরেীণের নিকটে যাও; দেখ, সে জলের দিগে গেলে জুমি তাহার অপেক্ষাতে নদীতীরে দাড়াও ; এবং যে যষ্টি সৰ্প হইয়াছিল, তাহাও হস্তে গুহণ, কর । ** এবং ফি

59