পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

зъ о রেীণকে কহ, ভূমি প্রান্তরে আমার সেবা করিতে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও, এই কথা কহিতে ইরিদের প্রভু পরমেশ্বর তোমার নিকটে আমাকে পাঠাইলেন ; কিন্তু দেখ, তুমি অদ্যাপি ইহাতে মনোযোগ কর না। ** পরমেশ্বর এই রূপ কহিতেছেন, দেখ, আমি আপন হস্তস্থিত যষ্টিদ্বারা নদীর জলে প্রহার করিব, তাহাতে তাহা রক্ত হইবে ; *৮ এব^ নদীতে যে সকল মৎস্য আছে, তাহারা মরিবে, ও নদী দুগন্ধ হইবে ; তাহাতে নদীর জল পান করিতে মিস্ট্রীয় লোকদের ঘৃণা জন্মিবে ; ইহাতে আমিই যে পরমেস্বর, তাহা তুমি জ্ঞাত হইব ।

    • পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, হারোণকে এই কথা কহ, তুমি আপন যষ্টি লইয় মিসরদেশীয় জলের উপরে অর্থাৎ তাহার নদী ও খাল ও সরোবর ও অন্যান্য জলাশয়, এই সকলের উপরে আপনি হস্ত বিস্তার কর ; তাহাতে সে সকল জল রক্ত হইবে, এব^ মিসরদেশের সর্বত্ৰ কাষ্ঠময় ও প্রস্তরময় পাত্রেতেও রক্ত হইবে। * তখন মূসা ও হারোণ পরমেস্বরের আজ্ঞানুসারে সেই রূপ করিল, অর্থাৎ যষ্টি ভুলিয়া ফিরেীণের ও তাহার দাসগণের সম্মুখে নদীর জলে প্রহার করিল ; তাহাতে নদীর তাবৎ জল রক্ত হইল। ** এবং নদীর তাবৎ মৎস্য মরিলে নদী দুর্গন্ধ হইল ; তাহাতে মিসিরা নদীর জল পান করিতে পারিল না, এব^ মিসরদেশের সর্বত্র রক্ত হইল। ** তখন মিসীয় মায়াবি লোকেরাও আপনাদের মায়াতে তদ্রুপ করিল ; তাহাতে পরমেশ্বরের বচনানুসারে ফিরেীণের হৃদয় কঠিন হইলে সে তাহীদের কথায় মনোযোগ করিল না। ২৩ পরে ফিরেীন ফিরিয়া অাপন ঘরে গেল, ইহাতেও মনোযোগ করিল ন। ২° কিন্তু তাবৎ মিষ্ট্ৰীয় লোক নদীর জল পান করিতে না পারাতে পানীয় জলের নিমিত্ত্বে নদীর চতুদিগে খনন করিল।

৮ অধ্যায় । ১ ভেকের কথা, ৮ ও মূসার নিকটে ফিরোণের নিবেদন, ১৬ ও ধুলিদ্বারা উকুণ হওন, ও তাহাতে মায়াবিদের পরাঞ্জিত হওন, ২০ ও মুশকের কথা, ২৫ ও ফিরেীণের অন্তঃকরণ কঠিন হওন।

  • পরমেশ্বরের নদীতে আঘাত করণের পর সাত দিন গত হইলে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ফিরেীণের নিকটে যাইয় তাহাকে বল, পরমেশ্বর এই কথা কহেন, আমার সেবা করিতে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। * যদি ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে আমি ভেক

দ্বারা তোমার তাবৎ প্রদেশ নষ্ট করিব। এ নদীতে Ꮾ0 যাত্রাপুস্তক l [৮ অধ্যায় । অতিশয় ভেক উৎপন্ন করিব ; তাহাজে সে সকল ভেক উঠিয়া তোমার গৃহে ও শয়নাগারে ও শষ্যাতে, এবং তোমার দাসগণের গৃহে, ও তোমার লোকদের গৃহে, ও তোমার তুন্দুরে ও তোমার আট মদনের পাত্রেতে প্রবেশ করিবে ; * এব^ তোমার ও তোমার প্রজাদের ও দাসগণের গাত্রে ভেক উঠিবে। * পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, হারোণকে কহ, তুমি নদী ও খাল ও জলাশয় সকলের উপরে ষষ্টিবিশিষ্ট হস্ত বিস্তার করিয়া মিসরদেশের উপরে ভেকের অা- - গমন করাও। * তাহাতে হারোণ মিসরের সকল জলের উপরে আপনি হন্ত বিস্তার করিলে ভেকগণ উঠিয়া মিসরদেশ ব্যাপিল । * তখন মায়াবিরাও আপন মায়াতে সেই রূপ করিয়া মিসরদেশের উপরে ভেক আনিল। -

  • পরে ফিরেীন মূসাকে ও হারোণকে ডাকাইয়া কহিল, আমাহইতে ও আমার লোকদিগের হইতে এই সকল ভেক দূর করণার্থে পরমেশ্বরের কাছে প্রার্থনা কর, তাহাতে আমি পরমেশ্বরের উদ্দেশে বলিদানাথে লোকদিগকে ছাড়িয়া দিব । * তখন মূসা ফিরেীণকে কহিল, আমার উপরে দপ কর ; ভেক সকল যেন তোমাহইতে ও তোমার গৃহহইতে দূর হইয়া কেবল নদীতে থাকে, তোমার ও তোমার দাসগণের ও লোক সকলের নিমিত্তে পরমেশ্বরের কাছে এই প্রার্থনা কবে করিব ? * ° সে কহিল, কল্য করিও। তখন মূসা কহিল, আমাদের প্রভু পরমেশ্বরের তুল্য কেহ নাই, ইহা যেন তুমি জ্ঞাত হও, এই জন্যে তোমার বাক্যানুসারেই হউক। ** ভেকগণ তোমাহইতে ও তোমার গৃহ ও দাস ও লোক সকলহইতে দূর হইয়া কেবল নদীতেই থাকিবে। ** পরে মূসা ও হারোণ ফিরেীণের নিকটহইতে বাহিরে গেল, এবং মূসা ফিরেীণের বিরুদ্ধে উৎপাদিত ভেকগণের বিষয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল। * তাহাতে পরমেশ্বর মুসার প্রাথন সিদ্ধ করিলে গৃহে ও গ্রামে ও ক্ষেত্রে সকল ভেক মরিল । * তখন লোকের সে সকল একত্র করিয়া ঢিবি করিলে দেশে দুর্গন্ধ হইল। ** কিন্তু ফিরেীন বিপদের নিবৃত্তি দেখিয়া পরমেশ্বরের বাক্যানুসারে পুনৰ্ব্বার আপন অন্তঃকরণ কঠিন করিয়া তাহাদের কথাতে মনোযোগ করিল" না। -
    • তাহাতে পরমেশ্বর মূসাকে কহিলেন, হারোণকে কহ, সমুদয় মিসরদেশে যেন উকুণ হয়, এই নিমিত্তে ভূমি আপন যষ্টি উঠাইয়া ভূমির ধুলিতে প্রহার কর। তাহাতে তাহার। সেই রূপ করিল ; ** ফলতঃ হারোণ অাপন যষ্টিবিশিষ্ট হস্ত উঠাইয়। ভূমির ধুলিতে প্রহার করিলে