পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায়।] তাবৎ প্রথমজাতকে আঘাত করিব ; এব^ মিস্ট্রীয় তাবৎ দেবের বিচার করিয়া দণ্ড করিব ; আমিই পরমেশ্বর। * অতএব তোমরা যে ২ গৃহে থাক, সেই ২ গৃহের চিহ্ন ঐ রক্ত হইবে ; তাহাতে আমি যে সময়ে মিসরদেশের দণ্ড করিব, তৎকালে সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া আগে যাইব, স^হারক আঘাত তোমাদের প্রতি ঘটিবে না। ** এই দিবস তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা পুরুষানুক্রমে এই দিনকে পরমেশ্বরের উৎসবরূপে পালন করিব } নিত্য বিধিমতে এই উৎসব পালন করিবা। * আর তোমরা সাত দিন পর্যন্ত ন্য রুটা খাইবা, বিশেষত প্রথুম দিনে আপন ২ গৃহহইতে তাড়ীযুক্ত রুটী দূর করিব, কেননা যে জন প্রথম দিনাবধি সপ্তম দিম পর্যন্ত তাড়ীযুক্ত রুটী খাইবে, সে ইসুয়েল ব^শহইতে উচ্ছিন্ন হইবে। * আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে ; সেই দুই দিনে প্রত্যেক প্রাণির খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোন কর্ম করিব না, কেবল সেই কর্ম করিতে পারিব । ** এই রূপে তোমরা রুটীর পর্ব পালন করিবা, কেননা এই দিনে আমি তোমাদের সমূহ লোককে মিসরদেশহইতে বাহির করিয়া আনিলাম ; অতএব তোমরা পুরুষানুক্রমে নিত্য বিধিমতে এই দিনকে পর্বরূপে পালন করিও।

    • তোমরা প্রথম মাসের চতুৰ্দশ দিনের সায়ংকালাবধি একবিংশতি দিনের সায়-কাল পৰ্যন্ত তাড়ীশূন্য রুটী ভোজন করিও। - সপ্তাহ তোমাদের গৃহে তাড়ীর লেশ না থাকুক ; কেনন বিদেশী কি স্বদেশী যে জন ইহাতে তাড়ীমিশ্রিত দ্রব্য খাইবে, সে ইস্রায়েল বংশের মণ্ডলীহইতে উচ্ছিন্ন হইবে। ২° তোমরা তাড়ীযুক্ত কোন দ্রব্য খাইও না, তোমরা আপন ২ তাবৎ বাসস্থানে তাড়ীশূন্য রুটী খাইও।

২• তখন মূসা ইস্রায়েল বংশের সমস্ত প্রাচীন লোককে ডাকাইয়া কহিল, তোমরা আপন ২ পরিজনানুসারে এক ২ মেষশাবক লইয়। নিস্তারপবীয় বলিরূপে দান কর । ** এবং এক আটি এসোব লইয়া পাত্রস্থিত রক্তে ভূবাইয়া দ্বারের কপালীতে ও দুই বাজুতে পাত্রস্থিত রক্তের কিঞ্চিৎ লেপিয়া দেও, এবং প্রভাত পর্যন্ত কেহ গৃহদ্বারের বাহিরে যাইও না।

    • কেননা পরমেশ্বর মিসিদিগকে আঘাত করি | মিসি

তে তাহাদের মধ্য দিয়া গমন করিবেন, তাহাতে স্বারের কপালীতে ও দুই বাজুতে রক্তের চিহ্ন দেখিলে পরমেশ্বর সেই দ্বার ছাড়িয়া অঙ্গে যাইবেন, তোমাদের গৃহে সAহারকস্তাকে । K যাত্রাপুস্তক । సికి ( প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না। ২° এব^ তোমরা ও তোমাদের সন্তানের বিধিমতে সৰ্ব্বদা এই রীতি পালন করিব। ২ * এব^ পরমেশ্বর আপন প্রতিজ্ঞানুসারে তোমাদিগকে যে দেশ দিবেন, সে দেশে যখন প্রবিষ্ট হইবা, তৎকালেও এই পৰ্ব্ব পালন করিবা। ২১ এব^ তোমাদের এই পর্বের অভিপ্রায় কি ? তোমাদের সন্তানগণ ইহা জিজ্ঞাসা করিলে তোমরা কহিবা, পরমেশ্বর মিসিদিগকে আঘাত করিবার সময়ে মিসরে প্রবাসি ইস্রায়েল বংশের গৃহ সকল ছাড়িয়া আগ্নে গিয়া আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন, অতএব .ৰ্তাহার উদ্দেশে এ নিস্তারপর্ব। তখন লোকেরা দগুবৎ হইয়া প্রণাম করিল। ২৮ পরে ইস্রায়েলের সন্তানের যাইয়৷ মুসার ও হারোণের প্রতি পরমেশ্বরের আদেশানুসারে কর্ম করিল। -

    • অপর পরমেশ্বর অন্ধরাত্র সময়ে সিRহাসনস্থিত ফিরেীণের প্রথমজাত সন্তান অবধি কারাকুপস্থ বন্দি লোকের প্রথমজাত সন্তান পর্যন্ত মিসরদেশস্থিত তাবৎ প্রথমজাত সন্তানকে ও পশুদের প্রথমজাত শাবকগণকে আঘাত করি - লেন। ** তাহাতে ফিরেীন ও তাহার দাসগণ প্রভূতি মিস্ট্রীয় লোক সকল রাত্রিতে উঠিল, এবং মিসরেতে মহারোদন হইল ; কেননা ষে গৃহে কেহ মরে নাই, এমত গৃহ ছিল না।
    • তখন রাত্রিকালেই ফিরেীন মূসাকে ও হারোণকে ডাকাইয়া কহিল, তোমরা উঠিয়া ইসু'য়েলের তাবৎ বংশকে লইয়া আমার প্রজাদের মধ্যহইতে বাহির হও, তোমাদের বাক্যানুসারে পরমেশ্বরের সেবা করিতে যাত্রা কর । ** এব^ তোমাদের বাক্যানুসারে মেষপাল ও গবাদি পাল সকলকে লইয়! যাও, এব^ আমাকেও আশীৰ্ব্বাদ কর । * তখন ইসুয়েল বংশকে শীঘ্ৰ দেশহইতে বিদায় করণার্থে মিসির উদূযোগ করিল, কেননা তাহারা কহিল, আমরাও সকলে মৃত্যুর পাত্র । * তাহাতে লোকেরা তাড়ীযুক্ত করণের পূৰ্ব্বে আপন ২ ছানা ময়দা পাত্রে করি

য়া বস্ত্রে বাধিয়া স্কন্ধে লইল । * এবং ইসু' য়েল বংশ মূসার বাক্যানুসারে মিসিদের কাছে স্বর্ণালঙ্কার ও রূপ্যালঙ্কার ও বস্ত্র চাহিলে ৩৬ পরমেশ্বর মিসুিদের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রহের পাত্র করাতে তাহারা তাহাদের প্রার্থনানুসারে তাহাদিগকে তাহ দিল। এই রূপে তাহার দের ধন হরণ করিল। * তখন ইসুয়েলের সন্তানের বালক ছাড়া ছয় লক্ষ পদাতিক পুরুষ রামিষেষহইতে সুকেকাতে যাত্রা করিল। ** এবং তাহাদের , সহিত অপর লোকদের বড় জনতা ও মেষগবাদি + 65