পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায়।] বিনষ্ট করিবে। “ কিন্তু তুমি আপন নিশ্বাসদ্বারা ফুৎকার করিলে সমুদ্র তাহাদিগকে অাচ্ছাদন করিল ; তাহারা গভীর জলেতে সীসার ন্যায় তলাইয়া গেল। ** হে পরমেশ্বর, দেবগণের মধ্যে তোমার তুল্য কে আছে ? এবx তোমার সমান পবিত্রতাতে আদরণীয় ও প্রশ৭সাতে ভয়াহ ও আশ্চৰ্য্য ক্রিয়াকারী কে আছে ? *ং তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে পৃথিবী শত্ৰুগণকে গ্রাস করিল । * তুমি আপন লোকদিগকে মুক্ত করিয়া দয়াপূৰ্ব্বক গমন করাইতেছ, এবং আপন পরাক্রমেতে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। • ° ইহা শুনিয়! অন্যদেশীয়ের ত্রাস পাইবে, ও পিলেষ্টীয় লোকেরা উদ্বিগ্নতাতে মগ্ন হইবে। ** এব^ ইদোমের সকল রাজা ব্যাকুল হইবে, ও মোয়াবের বলবান লোকেরা কম্পগুস্ত হইবে, ও কিনান নিবাসি সকলে দ্রুব হইবে। - ভয় ও আশঙ্ক তাহাদিগকে আক্রমণ করিবে, এবও তোমার বাহুবলদ্বারা তাহারা প্রস্তরের ন্যায় স্তন্ধ হইয়া থাকিবে ; তাহাতে হে পরমেশ্বর, তোমার প্রজাগণ তাহাদিগকে ছাড়িয়া আগ্নে যাইবে, এবx তোমার ক্রীত প্রজারা তাহাদিগকে পশ্চাৎ ফেলিয়া যাইবে। • • হে পরমেশ্বর, তুমি আপন * নিবাসার্থে যে স্থান প্রস্তুত করিয়াছে, হে প্রভো, তোমার হস্ত যে ধর্মধাম স্থাপন করিয়াছে, তাহার নিকটে লইয়া গিয়া তুমি তাহাদিগকে আপনার সেই অধিকারপৰ্ব্বতে রোপণ করিবা। *৮ পরমেশ্বর অনন্তকাল পর্যন্ত রাজতন্ত্ৰ করিবেন । ** ফিরেীণের অশ্ব ও রথ ও অশ্বারাঢ়গণ সমূদ্রের মধ্যে প্রবেশ করিলে পরমেশ্বর তাহা দের উপরে পুনৰ্ব্বার সমুদ্রের জল আনিলেন ; কিন্তু ইসায়েলের সন্তানের শুষক পথে সমুদ্রের মধ্য দিয়া গমন করিল । ২° পরে হারোণের ভগিনী মরিয়ম ভবিষ্যদ্বন্ত্রী হস্তে মৃদঙ্গ লইলে তাহার পশ্চাৎ ২ অন্য স্ত্রী সকল লইয়া নৃত্য করিতে ২ বাহির হইল। * * তখন মরিয়ম্ তাহাদিগকে এই গান করিতে কহিল, তোমরা পরমেশ্বরের উদ্দেশে গান কর ; কেননা তিনি আপিন মহিমা প্রকাশ করিলেন, এব^ অশ্ব ও অশ্বারূঢ়গণকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।

    • অনন্তর মূসা ইসুয়েল বংশকে সুফ সাগরহইতে যাত্রা করাইলে পর তাহারা শুর প্রান্তরের দিগে গমন করিল ; তিন দিন প্রান্তরে যাইতে ২ জল পাইল না । . .

২৩ পরে তাহারা মারাতে উপস্থিত হইলে তিক্ততা প্রযুক্ত মারার জল পান করিতে পারিল না ; এই জন্যে তাহার নাম মারা (তিক্ততা ) রাখিল। ** অতএব লোকের মূসার বিরুদ্ধে যাত্রাপুস্তক l ఇలి మ বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব ? ২• তাহাতে সে পরমেশ্বরের উদ্দেশে প্রার্থন করিলে পরমেশ্বর তাহাকে এক প্রকার কাষ্ঠ দেখাইলেন ; মূসা তাহ লইয়া জলেতে নিক্ষেপ করিলে ভাল মিষ্ট হইল। সেই স্থানে পরমেশ্বর তাহাদের নিমিত্তে বিধি ও ব্যবস্থা নিরূপণ করিলেন, এবং তাহাদের পরীক্ষা লইয়া ** কহিলেন, তোমরা যদি আপন প্রভু পরমেস্বরের কথাতে মনোযোগ কর, ও তাহার দৃষ্টিতে যাহা উচিত তাহাই কর, ও তাহার আজ্ঞাতে কর্ণ দেও, ও তাহার বিধি সকল পালন কর, তবে আমি মিস্ট্রীয় লোকদিগকে যে সকল রোগ ভোগ করাইলাম, তাহা তোমাদিগকে ভোগ করিতে দিব না ; আমি পরমেশ্বর তোমাদের আরোগ্যকারী। - ২৭ পয়ে তাহারা এলীমে উপস্থিত হইলে সে স্থানে বারে। জলের উনুই ও সন্তরি খড়দুরবৃক্ষ থাকাতে তাহার সেই জলের উনুইর নিকটে শিবির স্থাপন করিল। ১ ৬ অধ্যায়। ১ খাদ্যাভাবে ইস্রায়েলবংশের কলহ করণ, ৪ ও খাদ্য বর্ষণ করিতে ঈশ্বরের প্রতিজ্ঞ, ৯ ও লোকদের প্রতি মুলার আজ্ঞ, ও ঈশ্বরের তেজঃপ্রকাশ হওন, ১ ১ ও ভাইই পক্ষির প্রেরণ ও মান্না বর্ষণ করণ, ১৬ ও খাদ্যের পরিমাণ নিরূপণ, ২২ ও ষষ্ঠ দিনের জন্যে বিশেম নিরূপণ, ২৭ ও সপ্তম দিনে খাদ্যবর্ষণাভাব, ৩২ ও পাত্রে মান্না রক্ষা করণ ।

  • অপর মিসরদেশ ত্যাগ করণের পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে ইস্লায়েলু বংশের তাবৎ মণ্ডলী এলীমহইতে যাত্রা করিয়া এলীম ও সীনয় এই উভয়ের মধ্যবৰ্ত্তি সীন প্রান্তরে উপস্থিত হইল । * তখন ইসুয়েল বংশের তাবৎ মণ্ডলী মূসার ও হারোণের প্রতিকুলে প্রান্তরে বচস করিল। ৩ ফলতঃ ইসুয়েল বংশ তাহাদিগকে কহিল, আমরা যখন মাংসের স্থালীর নিকটে বসিয়া তৃপ্তি পর্যন্ত অন্ন ভোজন করিতাম, হায় ২ তখন মিসরদেশে পরমেশ্বরের হস্তে কেন মরি নাই ? ক্ষুধাদ্বারা এই তাবৎ মণ্ডলীকে বধ করণার্থে তোমরা আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিল ।
  • তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, দেখ, আমি তোমাদের নিমিত্তে স্বৰ্গহইতে খাদ্য দুব্য বর্ষণ করিব, তাহাতে লোকের বাহিরে গিয়া প্রতিদিন দিনের নিরূপিত পরিমাণানুসারে খাদ্য কুড়াইবে ; কিন্তু তাহারা আমার ব্যবস্থাতে চলিবে কি না, আমি তাহাদের এই পরীক্ষা লইব । * ষষ্ঠ দিনে তাহারা যাহা আনিবে, তাহা প্রস্তুত

69