পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** 8 তাহাদিগকে প্রণাম করিও না, ও তাহীদের সেব করিও মা; কেননা তোমার প্রভু পরমেশ্বর আমি স্থগৌরবরক্ষক ঈশ্বর ; যাহার। আমাকে ঘৃণা করে, আমি তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পৰ্য্যন্ত সন্তানদের উপরে পৈতৃক অপরাধের প্রতিফলদাতা; * কিন্তু যাহারা অামাকে প্রেম করে ও অামার আজ্ঞা পালন করে, তাহাদের সহস্র পুরুষ পৰ্যন্ত দয়াকারী। * তুমি আপন প্রভু পরমেশ্বরের নাম নিরর্থক লইও না, কেননা যে কেহ র্তাহার নাম নিরর্থক লয়, পরমেশ্বর তাহাকে নির্দোষ করিবেম না। ৮ তুমি বিশ্রামদিনকে স্মরণ করিয়া পবিত্র কর। ২ ছয় দিন শ্রম করিয়া তাপন ব্যবসায়াদি সমস্ত কর্ম কর । * ° কিন্তু সপ্তম দিন তোমার প্রভু পরমেশ্বরের বিশ্রামদিন, তাহাতে তুমি কি তোমার পুত্র কি কন্যা কি দাস দি দাসী কি পশু কি দ্বারান্তর্বাসি বিদেশী, কেহ কোন কাৰ্য্য করিও না। আকাশ ও পৃথিবী ও সমুদ্র ও তন্মধ্যস্থ তাবৎ বস্তুকে ছয় দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন, এই নিমিত্তে পরমেশ্বর বিশ্রোমদিনকে আশীৰ্ব্বাদ করিয়া পবিত্র করিলেন। ** তুমি আপন পিতা মাতাকে সড়ম কর, তাহাতে তোমার প্রভু পরমেশ্বর তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হইবে। - ** নরহত্য করিও না । ই ৭ পর্দার করিও ন। * চুরি করিও না। আপন প্রতিবাসির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। তাপন প্রতিবাসির গৃহে লোভ করিও না ; প্রতিবাসির ভাঘাতে কি দাসে কি দাসীতে কি গোরতে কি গৰ্দ্দভেতে, প্রতিবাসির কোন বস্তুতেই লোভ করিও না । ,

  • তখন সকল লোক মেঘগজ্জন ও বিদ্যুৎ ও তুরীর শব্দ ও ধূমযুক্ত পৰ্ব্বত দেখিল ; তাহার দর্শনে লোকের পলাইয়া দূরে দাড়াইল ; ** এবং মূসাকে কহিল, তুমি আমাদের সহিত কথা কহ, আমরা তাহ শুনিব ; কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা ন কহুন, পাছে আমরা মরি। ২° তাহাতে মূসা লোকদিগকে কহিল, ভয় করিও না; তোমাদের পরীক্ষা লওনার্থে, এব^ তোমরা যেন পাপ না কর, এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করা৭াথে ঈশ্বর আইলেন । * তখন লোকেরা দূরে দাড়াইয়া রহিল ; কিন্তু যে স্থানে ঈশ্বর ছিলেন, মূসা সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিল। - ২২ অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইসুয়েল ব^শকে এই কথা কহ, আমি আকাশে থাকিয় তোমাদের সহিত কথা কহিলাম, ইহা আপনারা দেখিলা। অতএব তোমরা

74 যাত্রাপুস্তক l

    • কেননা পরমেশ্বর .

২ি১ অধ্যায় । আমার সাক্ষাতে রূপাময় দেবতা করিও না, এবঞ্চ আপনাদের নিমিত্তে ঘুণময় দেবতাও করিও না। - ২• তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্মাণ করা, এব4, তাহার উপরে মেষগবাদি হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ কর। আমি যে ২ স্থানে আপন নাম স্মরণ করঞ্জব, সেই ২ স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীস্বাদ করিব। ** যদি আমার নিমিত্তে প্রস্তরের বেদি নির্মাণ কর, তবে খোদিত প্রস্তুরেতে তাহা নির্মাণ করিও না, কেননা তাহার উপরে অস্ত্ৰ তুলিলে সে অপবিত্র হইবে । ** আর আমার বেদির উপরে যেন তোমার নগ্নতা দৃষ্ট না হয়, এই জন্যে তুমি তাহার উপরে সোপানদ্বারা উঠিও না। ২ ১ অধ্যায়। ১ দাসদের বিষয়ে ব্যবস্থা, ৭ ও দসিীদের বিষয়ে ব্যবস্থা, ১২ ও নরহত্যার কথ1, ১৬ ও নরচেীর্য্যের কথা, ১৭ ও পিতামাতাকে শাপ দেওনের কথা, ১৮ ও আঘাত বিষয়ের ব্যবস্থা, ২০ ও দণ্ডদ্বারা দ্বাস দাসীর প্রতি আঘাতের ব্যবস্থা, ২২ ও গর্ভবতীর প্রতি আঘাতের ব্যবস্থা, ২৬ ও দাস . দাসীর প্রতি প্রহারের ব্যবস্থা, ২৮ ও গোরুর আঘাতের ব্যবস্থা, ৩৩ ও খাতের বিষয়ে ব্যবস্থা, ৩৫ ও গোরুর প্রতি আঘাতের ব্যবস্থা ।

  • অপর ভূমি এই সকল বিচারাজ্ঞ তাহাদিগকে জ্ঞাত কর। - কেহ ইব্রীয় দাস ক্রয় করিলে সে ছয় বৎসর দাসতের থাকিয়া সপ্তম বৎসরে বিনামূল্যে মুক্ত হইয় প্রস্থান করিবে। ° সে যদি একাকী আসিয়া থাকে, তবে একাকী যাইবে ; আর যদি বিবাহিত হইয়া আসিয়া থাকে, তবে তাহার স্ত্রীও তাহার সহিত যাইবে। “ কিন্তু যদি তাহার প্রভু তাহার বিবাহ দিয়া থাকে, এব^ সেই স্ত্রীহইতে তাহার পুত্র ও কন্যা জন্মিয় থাকে, তবে ঐ স্ত্রী ও তাহার বালকগণেতে প্রভুর অধিকার হইবে, ও সে একাকী চলিয়া যাইবে। “ কিন্তু আমি আপন প্রভুকে এবং স্ত্রী ও বালকগণকে ভাল বাসি, মুক্ত হইয়া যাইব না, এমত কথা যদি ঐ দাস সপষ্টরূপে বলে, * তবে তাহার প্রভু তাহাকে বিচারকার নিকটে লইয়া যাইবে, সে তাহাকে কপাটের কিম্বা বাজুর নিকটে আনিলে তাহার প্রভু গুঁজিদ্বারা তাহার কণে ছিদ্র করিবে ; তাহাতে তাহাকে চিরকাল সেই প্রভুর দাসতৰ করিতে হইবে।

? অার কেহ যদি আপন কন্যাকে দাসীরূপে বিক্রয় করে, তবে তাহার মুক্ত হইয়া যাওন দাসগণের নিয়মানুসারে হইবে না। ৮ ফলতঃ যদি তাহার প্রভু তাহাকে বিবাহ করিতে প্রতিজ্ঞ