পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ ૭ ১৮ ও মায়াবির বিষয়ে ব্যবস্থা, ১৯ ও পশুশৃঙ্গরি বিষয়ে ব্যবস্থl, ২০ ও দেবপূজা বিষয়ে ব্যবস্থ1, ২১ ও বিদেশি ও বিধবা ও পিতৃহীনের বিষয়ে ব্যবস্থা, ২৫ এবং ধ্রুণ ও বন্ধকের বিষয়ে ব্যবস্থ1, ২৮ ও বিচারকত্তাদের বিষয়ে ব্যবস্থা, ২৯ ও প্রথমজাত ফলের বিষয়ে ব্যবস্থা, ৩১ ও ছিন্ন পশুর মাংস ভোজমে নিষেধ ।

  • যে কেহ গোরু কিম্বা মেষ চুরি করিয়া বধ করে কিম্বা বিক্রয় করে, তাহাকে এক গোরুর পরিশোধে পাঁচ গোরু ও এক মেষের পরিশোধে চারি মেষ দিতে হইবে। ২ আর চোর সিধ কাটিয়া ধরা পড়িলে কেহ যদি তাহাকে বধ করে, তবে সে রক্তপাতের দোষী হইবে না। * কিন্তু যদি সূর্যোদয় হইলে বধ করে, তবে সে

শোধ করা চোরের কৰ্ত্তব্য, কিন্তু যদি তাহার কিছু না থাকে, তবে চৌর্য হেতুক সে বিক্রীত হইবে। " এবণ গোর কিম্বা গৰ্দ্দভ কিম্বা মেষাদি চৌৰ্য বস্তু যদি চোরের হস্তে জীবৎ পাওয়া যায়, তবে তাহাকে তাহার দ্বিগুণ দিতে হইবে।

  • আর কেহ যদি অন্যের শস্যক্ষেত্রে কিম্বা ক্ষত্রে গোরুকে চরায়, কিম্বা আপন পশু ছাড়িয়া দিলে সে যদি অন্যের ক্ষেত্রে চরে, তবে সে জন তাহার পরিবর্ষে আপন ক্ষেত্রের উত্তম শস্য কিম্বা আপন দ্রাক্ষাক্ষেত্রের উত্তম ফল তাঁহাকে দিবে।
  • আর কেহ কণ্টকবনে অগ্নি লাগাইলে যদি কাহারো ধান্যরাশি কিম্বা বদ্ধমান শস্য কিম্বা ক্ষেত্র দগ্ধ হয়, তবে সেই দগ্ধকারী অবশ্য তাহার মূল্য দিবে।
  • আর কেহ মৃদু কিম্ব অলঙ্কার আপন প্রতিবাসির স্থানে গচ্ছিত রাখিলে তাহা যদি তাহার গৃহহইতে কেহ চুরি করে, এবং সেই চোর ধরা পড়ে, তবে সে তাহার দ্বিগুণ দিবে। ৮ কিম্ব যদি চোর ধরা না পড়ে, তবে গৃহস্বামী প্রতিবাসির দ্রব্যে হাত দিয়াছে কি না, তাহা জানিতে সে বিচারকার সাক্ষাতে আনীত হইবে। ” এবং বিশ্বাসঘাতকতার বিষয়ে, অর্থাৎ গোরু কিম্বা গৰ্দ্দভ কিম্বা মেষ কিম্বা বস্ত্ৰাদি যে কোন হারাণ বস্তুর বিষয়ে যদি কেহ কহে, উল্লাহ! অামার, তবে উভয়ের কথা বিচারকার নিকটে উপস্থিত হইলে বিচারক যাহাকে দোষী করে, সে আপন প্রতিবাসিকে তাহার দ্বিগুণ দিবে।
    • আর কেহ আপন গৰ্দ্দভ কিম্ব গো কিম্বা মেষ কিম্বা কোন পশু প্রতিবাfসর স্থানে প্রতিপালনার্থে রাখিলে যদি সকলের অসাক্ষাতে সে পশু মরে, কিম্বা হিথসিত হয়, কিম্বা কেহ তাহ খেদাইয়া দেয়, তবে আমি প্রতিবাসির

76 যাত্রাপুস্তক ! [২২ অধ্যায় । দ্রব্যেতে হস্তুপিণ করি নাই, ইহা বলিয়া এক জন অন্যের কাছে পরমেশ্বরের নামে দিব্য করিবে; তাহাতে তাহার স্বামী সেই দিব্য গ্রাহ্য করিবে, পরিশোধ পাইবে না। ** কিন্তু যদি তাহার সাক্ষাতে কেহ চুরি করে, তবে তাহাঁর স্বামী তাহার মূল্য পাইবে। ৩ কিম্বা যদি পশু বিদীর্ণ হয়, তবে সে জুহার প্রমাণ দেখাইয়া সেই বিদীর্ণ পন্তর মূল্য দিবে না।

    • আর কেহ যদি আপন প্রতিবাসির পস্ত চাহিয়া লয়, ও তাহার স্বামী তাহার সহিত নী থাকাতে তাহার হানি কিম্বা মৃত্যু হয়, তবে সে নিতান্ত তাহার মূল্য দিবে। “ কিন্তু যদি তাহার স্বামী তাহার কাছে থাকে, তবে তাহার মূল্য দিবে না; তথাপি সে যদি ভাড়াটিয়া পশু হয়, তবে তাহার ভাড়া দিতে হইবে।
    • আর কেহ যদি অবাগদত্ত কন্যাকে ভোগ দিয়া তাহার সহিত শয়ন করে, তবে তাহাকে কন্যাপণ দিয়া বিবাহ করিতে হইবে। *? আর যদি তাহার সহিত আপন কন্যার বিবাহ দিতে পিতার সম্মতি না থাকে, তবে কন্যাপণের ব্যবস্থানুসারে তাহাকে রূপ্য দিতে হইবে।
  • ৮ আর মায়াবিকে জীবং রাখিও না। - *১ পশুর সহিত শৃঙ্গারকারী অবশ্য বধ্য হইবে। 聶
  • ° যে জন কেবল পরমেশ্বর বিনা কোন দেবতার কাছে বলিদান করে, সে বজ্জনীয়রূপে বিনষ্ট হইবে।

২ - তুমি বিদেশিকে ক্লেশ দিও না ও তাহার প্রতি উপদ্রব করিও না, কেননা মিসরদেশে তোমরাও বিদেশী ছিল। ২২ আর তুমি বিধবাকে কিম্বা পিতৃহীন বালককে ক্লেশ দিও না। ২৩ তাহাদিগকে কোন মতে ক্লেশ দিলে তাহার। যদি আমার নিকটে খেদোক্তি করে, তবে আমি অবশ্য তাহাদের খেদোক্তি শুনিব। ১° এবণ আমার ক্রোধ প্রজবলিত হইলে আমি তোমাদিগকে খড়গদ্বারা মারিব, তাহাতে তোমাদের ভাৰ্য সকল বিধবা হইবে ও সন্তানগণ পিতৃহীন হইবে।

  • আর তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমার প্রতিবাসি কোন দরিদ্রকে ঋণ দেও, তবে তাহার কাছে সুদগাহকের ন্যায় হইও না, ও তাহাহইতে সুদ লইও না। ২২ আর যদ্যপি তুমি আপন প্রতিবাসির বস্ত্র বন্ধক রাখ, তবে সুর্যাস্তের পূৰ্ব্বে তাহ ফিরিয়া দেও। ই কেনন তহে তাহার একমাত্র আচ্ছাদন ও নগ্নতানিবারক বস্ত্র ; সে কিসেতে শয়ন করিবে ? এবণ, সে যদি আমার কাছে খেদোক্তি করে, তবে আমি দয়ালুত প্রযুক্ত তাহ শুনিব। * *