পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৯২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী ।

কি সুন্দর সরোবর। কিবা বন মনোহর! চারি ধারে বনে কিবা কুটীর সুন্দর,— লতা পুষ্পে সুসজ্জিত চিত্র মুগ্ধকর ! সে কুটীরে মুগ্ধকর মাতৃ-মূৰ্ত্তি মনোহর, জ্যোচ্ছনা-প্রদীপ্ত-নীল-আকাশ-নিৰ্ম্মিত, কিবা স্নেহ, কিবা শান্তি, কি সুধা মণ্ডিত ! পত্রে পুষ্পে সুসজ্জিত, বেদি বক্ষে সুস্থাপিত পিতার মৃন্ময়-মূৰ্ত্তি, সুচারু-নিৰ্ম্মাণ, মনোহর মৃগয়ার বেশে শোত্নমান । পুলকে ভরিল বুক,— গাইতেছে সারীগুক জনকের দশনাম বিহঙ্গ নিচয় স্থানে স্থানে পিঞ্জরায়, বন বিহঙ্গের গায়ু, বৃক্ষে বৃক্ষে গুনি সেই নাম পুণ্যালয় ; নামের সঙ্গীতে বন প্রতিধ্বনিময় ! মুক্তকেশী উদাসিনী জননী বন-বাসিনী সেই দশনাম প্রিয়ে ! গাইলে আদরে, শশক, ময়ুর, মৃগ, কুকুট সুস্বরে প্লাবিত করিয়া বন, কলকণ্ঠে হংসগণ, অসি পালে পালে সেই বন মাত পাশে, • নাচিতে লাগিল কিবা কানন উল্লাসে ! আনন্দে ভরিল প্রাণ, ছুটিয়া করি প্রণাম জননীর পদাম্বুজে, কহিনু—“যাহার এ অপূৰ্ব্ব পূজা, আমি কুমার তাহার। কে তুমি মা ? কহ, বড় কুতূহল মনে । কেন পূঙ্গ জনকেরে এ নিবিড় বনে ?” কি মধুর স্নেহ-হাসি ফুটল সে মুখে ;