পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। ১৯৫৩ ঘিরেন। আমার মতা নাই, পিতা নাই। র্তাহারা উভয়ে বৈকুণ্ঠে ; বহুদিন এই অযোগ্য পুত্রের পাপ পুণ্যের অতীত হইয়াছেন। আছেন পত্নী, কিন্তু তাহার স্বামী অবগাহন করিলে, সেই স্বামীর পুণ্যের ভাগী তিনি হইতে পরিবেন কি না, আমার সে বিষয়ে অনেক সন্দেহ আছে। সংসারসমুদ্রে ডুবিয়া ত তাহার জন্তে কোন পুণ্য সঞ্চয় ফুরিতে পারি নাই। গোদাবরীতে ডুবিয়া কি পারিব ? তদ্ভিন্ন, এ স্থানের জলের এরূপ বর্ণ যে, তাহ কেবল নিমজ্জিত মুনারীদের তুঙ্গ স্তন” মাত্র আস্ফালিত করিয়া আসিতেছে বলিয়া ত আমার বোধ হইল না । চক্ষের উপর দেখিলাম, কতরূপ ময়লাই এ স্বানে প্রক্ষালিত হইতেছে । এখানে স্নান করিতে আমার কিছুতেই প্রবৃত্তি হইল না । গোদাবরীর অপর পারেই দণ্ডকারণ ’ এখন তাহা একটি ক্ষুদ্র গৃহরণ্য গোদাবরী পার হইয়া আমরা প্রথম একটি বৃহৎপ্রাঙ্গণসম্বলিত মন্দিরে রাম, লক্ষ্মণ ও সীতার মূৰ্ত্তি দর্শন করি গুবাদ অাছে যে, এখানে রামচন্দ্ৰ কুটীর নির্মাণ করিয়া বনবাস করিয়াছিলেন। এই সেই রামায়ণের আরণ্যশোভাপূর্ণ পঞ্চবটা। প্রাঙ্গণে অনেকগুলি টারসর্বন্ধ সন্ন্যালী বসিয়া রহিয়াছে। এক জন আমাদের সঙ্গে কিঞ্চিং রসিকতা করিলেন। তাহার পর আর একটি মন্দিরে ধাই। এখানে কৃষ্ণমূৰ্ত্তি স্থাপিত আছে। পাও বলিলেন, “এ মম্বিরে মাহ মানস করিব, তাহ পাইব। আমি বলিলাম, আমার কিছুই বাঞ্ছনীয় নাই। নারায়ণ আমাকে যাহা দিয়াছেন, আমি তাহতেই স্বৰী । তারাচরণ বললেন, কিছু আমাকে প্রার্থনা করিতে হইবে। उ१न षषि ं,े। কৰিলাম-প্রঙ্গে। আমার নির্ধণ তোমার কার্কের উপযোগ হউক । মনে মনে আর একটি প্রার্থনা করিলাম-ভাই বলি न। उाशंद किकि९ दूरब, इ*cé, 4कई क्य्भ गौड cश्वरी