পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী qved মধুর ঝঙ্কার পূর্ণ, কত স্থললিত, লাগিত বালক কুর্ণে শঙ্কর এখনো দেখিলে সে অপার্থিব দৃশু মনোহর, শৈশব স্মৃতিতে ভরে উন্মত্ত হৃদয় ; কাদি বালকের মত । সেই স্কৃতি স্রেতে আত্ম-হারা কত দিন ভাবিয়াছি মনে জনক জননী মূৰ্ত্তি করিব স্থাপন, নিৰ্ম্মাইয়। মনোহর পবিত্র মন্দির । নিত্য নিত্য গৃহে মম হইবে পূজিত যুগল প্রতিমা, সেই মন্দির ছায়ায় ক্ষুধাৰ্ত্ত পাইবে অন্ন, বিদ্যার্থ তেমন— দরিদ্র, পিপাসাতুর—পাবে অধ্যয়ন । কিন্তু ফলিল না স্বপ্ন ! পবন-তাড়িত ওই কলিনীর ক্ষুদ্র হিল্লোলের মত সব অাশা আজি যেন যাইছে মিশিয়া মায়ের নিষ্ফল স্নেহ, পিতার বিষাদ, প্রণয়িনী পরিতাপ’— - কি দৃশু সম্মুখে । কালিনীর নীলিমায় পশ্চিম তপন । ছড়াইছে ক্রমে ক্রমে কিবা সমুজ্জল তরল অনল বিভা ! তরল অনলে খেলিছে হিল্লোলমালা ঝলসি নয়ন, যেন সংখ্যাতীত তপ্ত কাঞ্চন সফরী। স্থানে স্থানে শোভে-ক্ষুদ্র ধীবরের তরী ঈষদে নাচিয়া সেই অনল হিল্লোলে । ঈষদে নাচিয়া শোভে শৈলজার চারু