পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪২
পলাশির যুদ্ধ।

কহিবে, স্মরিবে, নাহি ভাবিবে অস্তরে
কল্পনে! সে কথা মিছে কহ কি কারণ?
থাকুক্‌ পলাশিক্ষেত্র এখন যেমন;
থাকুক্‌ শোণিতে সিক্ত হত যোদ্ধৃবল;
প্রত্যহ ভারত-অশ্রু হইয়া পতন,
অপনীত হবে এই কলঙ্ক সকল।”
নিরাশা শোণিত-স্রোত করিল নির্গম
সবেগে, মোহনলাল মুদিল নয়ন।


চতুর্থ সর্গ সমাপ্ত।