পাতা:পৃথিবী.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ bo l ছিল, এবং সেই জলেই আমরা প্রথমে উদ্ভিদ ও জীবের জন্ম দেখিতে পাই । ব্র্যাকিওপোড়া (Brachiopoda)— বা বাহুপদী এবং অর্থসিরেটাইটাস (Orthodtratites) কা ঋজুশৃঙ্গ এবং আরো কয়েকটি ভিন্ন ভিন্ন জাতীয় শল্লুক, এবং ট্রাইলোবাইটস (Trilobite) বা ত্ৰিকুণ্ডলী বলিয়া একরূপ কাকড় জাতীয় প্রাণী অতি পুরাতন সমুদ্র-জীব। ইহা ভিন্ন প্রবাল কীট অতি পুরাতন কাল হইতে এখন পৰ্য্যন্ত বর্তমান। একরূপ জলজ উদ্ভিদ এই সকল প্রাণীর সমকালীন। যখন সমুদ্র সরিয়া পড়িয়া আরো দেশ মহাদেশ বিস্তৃত হইল, তখন ক্ৰমে অপেক্ষাকৃত উন্নত জাতীয় উদ্ভিদ যেমন (Equisetaceae) জাতীর শরগাছ ও দুই এক প্রকার পণী তরু (Foru) এবং অন্যান্য প্রকার উদ্ভিদ জন্মাইতে লাগিল । অমর পূর্বেই বলিয়া আসিয়াছি প্রথম যুগের আবার অস্থর সুগ আছে। প্রথম যুগটি ৪ ভাগে বিভক্ত—সাইলু!বিয়ান, ডিবোনিয়ান বা লোহিত প্রস্তর, কারবনিফরস বা সঙ্গারজনক, পারমিয়ান । সাইলুরিয়ান অন্তরভুগ। সাইলুরিয়ান অন্তর যুগ কেমব্রিয়ান কুলের পরবর্তী । এ অজুর যুগের স্মৃত্তিকা পৃথিবীর সর্বত্রই প্রার দৃষ্ট হয়। ইংলণ্ডদেশের আপধিয়র ও ওয়েল্স দেশে এই মৃত্তিক প্রচুর