এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २ ] উদয় হইয়া ক্রমে ক্রমে পশ্চিমে গিয়া অস্তমিত হইতেছে ; কতকগুলির উদয় ও অস্ত নাই, তাহার ক্রমে ক্রমে উদ্ধে উঠিয়া চক্রাকার গতিতে আবার নিম্নগামী হইতেছে ; * এবং অপর এক একটি স্বতন্ত্র ভাবে আকাশ-পথে বিচরণ করিতেছে। 1 আকাশ-সমুদ্রে ভাসমান এই সকল সুবর্ণ-বালুক-কণার দৃশ্যতঃ বিশৃঙ্খলতার মধ্যেও, একটি নিয়ম দেখা যায়, যেমন কতকগুলি মানুষের সমষ্টি একটা পরিবার, কতকগুলি পরিব৷রের সমষ্টি একটা সম্প্রদায়,কতকগুলি সম্প্রদায়ে একটা জাতি, কতকগুলি জাতিতে সমগ্র মনুষ্যমণ্ডলী, জ্যোতিষ্ক জগতেও সেইরূপ। পৃথিবী এবং অপর কয়েকটি গ্রহ উপগ্রহ লইয়া একটি পরিবার-সূৰ্য এই পরিবারের কর্ত। এইরূপ কত লক্ষ লক্ষ-জ্যোতিষ্ক-পরিবারের কর্তা কত লক্ষ লক্ষ সূৰ্য্য-ব্রহ্মাণ্ডে বিরাজমান তাহার সংখ্যা নাই। নক্ষত্র-খচিত যে অল্পমাত্র আকাশগও আমাদের নিকট অনন্ত বলিয়া মনে হয় সেই আকাশেই সৌর জগতের কয়েকটি গ্রহ উপগ্রহ ছাড়া সকল নক্ষত্রই এক একটি সূৰ্য—এই সকল স্বৰ্য আমাদের নিকট হইভে এত দূরে স্থিত যে ইহাদের গ্রহ উপগ্রন্থ আমাদের

  • এই তারকাশ্রেণী, ধ্রুব-তারা-পরিবেষ্টক (Circum|polar) ইহার দৃশ্যতঃ ধ্রুবতারার চারিদিকে ঘুরে।

+ ইহারই গ্রহ।