পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১৬৮

সারা গগন তলে
তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই হেন ফাঁক কোথাও অণুক্ষণ,
যেথায় ফাগুন ভ’রে দেব দিয়ে সকল মন॥

ওরে বকুল, পারুল ওরে, শাল পিয়ালের বন,
আকাশ নিবিড় ক’রে
তোরা দাঁড়াস্‌নে ভিড় ক’রে,
চাইনে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন।
অকূল অবকাশে
যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ
যেথায় ফাগুন ভ’রে দেব দিয়ে সকল মন॥

৬৮

পুরাতনকে বিদায় দিলে না যে,
ওগো নবীন রাজা॥
শুধু বাঁশি তোমার বাজালে তার
পরাণ মাঝে॥
মন্ত্র যে তার লাগল প্রাণে
মোহন গানে, হায়,
বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে,
ওগো নবীন রাজা॥