পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'oశి প্রবোধ-চশ্রোদয় নাটক । বাহর কঙ্কণ-মণি করিয়াছে ভগন দলিত লুটিয়া চুড়ার রত্ন কেশ পাশ করেছে দূষিত। শাস্তি —দেবি ! এ সমস্ত মহামোহেরই দুশ্চেষ্টা ; এতে মহারাজ বিবে কের কোন অপরাধ নাই। কেন না, ইতিপূৰ্ব্বে সেই মহামোহই কামক্রোধাদির দ্বারা মনকে বুঝিয়ে বিবেককে দূরীভূত করে। আর দেখ, স্বামী কোন বিপদে পড়লে, র্তার জন্য প্রতীক্ষা করে? থাকাই কুলবধূদের নৈসর্গিক ধৰ্ম্ম । এখন তবে আপনি দর্শন দিয়ে ও প্রিয় কথায় আলাপ করে স্বামীর তুষ্টিসাধন করুন। সম্প্রতি তার সমস্ত শক্ত বিনষ্ট হয়েচে–সমস্ত মনোরথ পুর্ণ হয়েচে । উপ –সখি ! আমি যখন এখানে ফিরে এলেম, বাছা গীতা আমাকে এই কথা বল্লে যে, “তোমার স্বামী বিবেকের, ও তোমার শ্বশুব আত্মাপুরুষের প্রশ্নের অনুরূপ উত্তর প্রদান করে তাদের তুষ্ট কর, তা হলেই প্ৰবোধের জন্ম হবে ।" কিন্তু এখন আমি গুরুজনদের সমক্ষে কেমন করে খৃষ্টতা করি বল । শান্তি ।- নান, তার এক্ট বাক্য অবিচারে আপনার পালন করা কৰ্ত্তব্য । ভগবতী বিষ্ণুভক্তিও প্রবোধচন্দ্রোদরের কথা, মহারাজ বিবেক ও আত্মাপুরুষের কাছে বলেছেন। এখন তবে নিজ স্বামী ও আত্মা পুরুষকে দর্শন দিয়ে আপনি তুষ্ট করুন । উপ –আচ্ছা প্রিয়সখি, তাই করব । ( পরিক্রমণ ) রাজা বিবেক ও শ্রদ্ধার প্রবেশ । রাজা ।-শ্রদ্ধা ! শাস্তি কি আমার প্রিয় উপনিষৎকে দেখতে পাবে ?