পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եր প্রবোধ-চক্ৰোদয় নাটক । থাকিতে গো মোর এই পুষ্পময় বাণ, আর পুষ্প-শরীসন, সুরাস্বর-বিশ্বলোক মুহূৰ্ত্ত কবিতে নারে ধৈবজ ধারণ ॥ তুমি তো জানে! — অহল্যার উপপতি হন সুরপতি, ব্ৰহ্মা হন অনুরক্ত সন্ধ্যা-বালা প্রতি, গুরুর পত্নীরে ইন্দু করিল ভজন, আমা-হতে অপথে কে, না যায় বলনা ? বিশ্বনাশে এ বাণের হয় কি গো শ্রম ? —অনায়াসে করিবে সে বিজয সাধন | রতি –সে কথা সতা ; তবুও এই মহা-সহায-সম্পন্ন শক্রকে ভয় কবতে হয় ; কেন না, শুনতে পাহ, যম-নিযমাদি এর অমাত্য। কাম ।—প্রিযে । এষ্ট যে সব বিবেকের প্রবল অমাত্য দেখছ, আমরা আক্রমণ করবামারই এবা পলায়ন করবে। দেখ :– দাড়াইতে পারে কি গো আমার সম্মুখে কভু তপস্তা, সন্ন্যাস, ব্ৰহ্মচর্যা ? —অহিংসা ক্রোধের কাছে ?—লোভের সম্মুখে, সত্য, অপ্রতিগ্রাহিতা অচৌর্য্য ? যাদের মানসিক বিকার নেই, তারাই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধাৰণা, সমাধি সাধন করতে পারে ; তা ছাড়া স্ত্রীলোকেরাই ওদের মরণ-দেবতা, সুতরাং তারা আমাদের আয়ত্তের মধ্যে । কেননা :– সুন্দরী কামিনীদের বিলাস ও পরিহাস দরশন, স্মরণ, ভীষণ,