পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্রোদয় নাটক । 8翰 যোগাঞ্জনে শুদ্ধ দৃষ্টি করিয়া ধারণ জগতেরে করি আমি সম্যক দর্শন । জগৎ যদিও হয় ভিন্ন পরম্পর অভিন্ন ঈশ্বর হতে উহা নিরস্তর । দিগ ।—ওরে । এই লোকটি দেখচি কাপালিক ব্ৰত ধারণ করেছে, তা একে কিছু জিজ্ঞাসা করা যাক । (নিকটে গিয়া ) ওরে নরমুণ্ড-ধারি কাপালিক ! তোর ধৰ্ম্মে সুখ মোক্ষ কিরূপ বল দিকি ? কাপা –ওরে দিগম্বর ! আমাদের ধৰ্ম্ম কি তা শোনঃ মস্তিষ্ক বসায় সিক্ত নর-দেন্ত-মাংস মোর। অনলে আহুতি করি দান ; ব্রাহ্মণ-মাথার খুলি তাহাতে চাষক করি’ পারণেতে করি সুরাপান । সদ্যচ্ছিন্ন সুকঠোর কণ্ঠ হতে বিনিঃস্থত সুভীষণ শোণিত-ধারায় —মহাভৈরব-দেবে নরবলি আরপিয়া— অরচনা করি মোরা তায় ৷ ভিক্ষুক –(কর্ণ ঢাকিয়া ) বুঝেছি, বুঝেছি, তোমাদের ধৰ্ম্মানুষ্ঠান অতি ভয়ানক ] দিগ —অৰ্হৎ । অৰ্হৎ ! না জানি কোনু ঘোর পাপিষ্ঠ এই বেচারাকে প্রতারণা করেচে । সোম —( সক্রোধে ) অারে পাপিষ্ঠ, পাষণ্ডাধম, চণ্ডালবেশী দ্যাড় কোথাকারে । যিনি চতুর্দশ ভূবনের স্বাক্ট-স্থিতি-প্রলয়কৰ্ত্তা, বেদাস্তুসিদ্ধাত্ত্বে যার বিভবের কথা প্রসিদ্ধ, সেই ভগবান ভবানীপতি কিনা 8