পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদর নাটক । অৰ্দ্ধেন্দু-শেখর, শ্লেষ্ট যোগীন্দ্র-ললাট-দেশে নেত্ররূপে যাহার উদয়, সেই সে জগজ-ব্যাপী অন্তরস্থ জ্ঞান-জ্যোতি —হউক তাহার জয় জয় ॥ নান্দ্যন্তে সুত্ৰধার । স্বত্র । —অতিবাহুলো প্রয়োজন নষ্ট । সমস্ত সামন্তগণের চুড়ামণির কিরণ-ছটীয় র্যার চরণকমল উদ্ভাসিত, নরসিংহের দ্যায় যিনি প্রবল শক্ৰগণের বক্ষ বিদীর্ণ করেছেন, প্রবলতর নরপতিকুলর প প্রবলমহার্ণবে যখন মেদিনী মগ্ন ছিল, তখন যিনি তাকে বরাহ অবতারের দ্যায় উদ্ধার করেন, যার দিগন্তব্যাপী কীৰ্ত্তি-ঘোষণায় লোকের শ্রুতি বিবর পরিপুরিত, যার প্রতাপানলের শিপ-সঙ্ঘ চারিদিকে নৃত্য করচে, সেই শ্ৰীমান গোপাল আমাকে এইরূপ আদেশ করেছেন ঃ– "আমার স্বভাব-স্বহৃদ রাজা কীৰ্ত্তিবৰ্ম্মার দিগ্বিজয়-ব্যাপারে আমি নিযুক্ত থাকায়, পরম ব্ৰহ্মানদের পরিবর্তে, বিবিধ বিষয় রসের আস্বাদনেই আমার বহু দিবস অতিপাহি ত হয়েচে । এখন আমরা কৃতকাৰ্য্য হয়েছি, এখন ঃ– নৃপতির বিপক্ষের হইয়াছে সম্পূর্ণ দমন ; খ্যাতনামা অমাতোর বসুমতী করিছে রক্ষণ ; নৃপতি-মস্তক এবে অলঙ্কৃত সাম্রাজ্য-মালায় —সলাগরী বসুন্ধর ঘেরা যথা সিন্ধু-মেখলায় ।