পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$b' প্রেম-ভিখারিণী । মরেন্দ্রের অভিপ্রায় কাতার ও নিকট অবিদিত নাট এবং ছিলও না । নরেন্দ্র এক্ষণে নব-বলে উৎসাহিত হইয কাৰ্য্যক্ষেত্রে श्रतडीौ{ छझेग्रांटझन ! একদিন দেবেন্দ্রনাথ প্রস্তাব করিলেন এস্তান পরিত্যাগ করা সৰ্ব্বতোভাবে বিধেয় । তখন সরোজিনী উঠিয তাটিয়া বেড়াইতে পারেন—রিতিমন্ত আহার এক্ষণ কবিতে পারেন। যতই দিন ধাক্টতে লাগিল সরোজিনী ততই নির্দোষে আরোগ্য লাভ করিতে লাগিলেন । ব্রহ্মচারী মহাশমের সহিত বেশ কথা কহিতে পারেন—দেবেন্দ্রনাথকে দেখিলে একটু লজ্জিত হয়েন। বিধূ এবং হরি সরোজিনীর নিকট যাইতে লজ্জাবোধ করেন। অনন্তর দেবেন্দ্রব কথামত সকলেই দ্বাদগুষ্ঠ গ্রামে নরেন্দ্রর বাটতে অবস্থান করিতে লাগিলেন। এক্ষণে চিকিৎসার প্রয়োজন হয় না, কিন্তু ব্ৰহ্মচারী মহাশয়ের সেবার জন্ত শত আয়োজন হইতে লাগিল। নরেন্দ্ৰ ভাবিলেন ইনি সাক্ষাৎ দেবতা । বাস্তবিক ব্রহ্মচাবী, পরমহংসদিগের অসাধ্য কিছুই মাষ্ট । সরে জিনীর সে ব্যাধিগ্রস্ত রুগ্নদেহ,–যেন মেঘোঙ্ক চন্দ্রের গায় ফুটিয়া উঠিল। শরীরখানি পূর্বের ন্যায় বলিষ্ঠ এল কান্তিপূৰ্ণ হইল, যেন উষালোক রঞ্জিত স্নিগ্ধ অরুণবৎ বিকসিত হষ্টল । নরেন্দ্রর বাটতে যত্নেৰ অভাব নাই। রুগ্নবস্থায় যেমন সরে জিনীকে সরোজিনী বলিয় কাহারও চিনিবার ক্ষমতা ছিল মা এক্ষণেও সরোজিনীর পূর্ণ যৌবন সমাগমে এক অপূৰ্ব্ব সৌন্দী প্রস্ফুটিত হইয়াছে, তাই দেশবাসীর কেহই চিনিতে সক্ষ হইতেছেন না কিন্তু এ প্রেমময়ী প্রতিমাকে যিনি দেখেন তিনি তাঙ্গর সেবা করেন। কেহ গাত্রমর্দন করেন, কেহ কেপ বিন্যাস করেন, কেহ খোপায় ফুল পরাইয়া দেন, কেছ ৈ