পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । ›ቑ ম৷ ডাকিলেন। মেয়ে এক খালি পুস্তক হস্তে-অচল লোটা ইতে লোটাইতে আসিয়া উপস্থিত।-কি মা ? ম—একটি পত্র বাড়িয়া কিঞ্চিৎ মুড়ী দিয়া বলিলেন-খাওম,-কালগুদ্ধ খাও নাই। মেয়ে। মা, আমার সব দিলে, তুমি কি খাবে ? মা ! আমি ঘা হয় খাইব-না হয়, উপবাস কৰিব ? 齡 মেঘে। ন মা, এক মুঠ তুমি খাও, এক মুঠ আমি খাই— আচ্ছা তাহলে বাবা কি খাবেন ? মা অশ্রুবিগলিত নেত্ৰে কন্যার মুখখানি ধরিয়া একটি চুম্বন দিলেন । দ্বাবদেশে সিংহগর্জনে চিৎকার হইতেছে—ওরে বাটিতে কেউ নাই? গৃহিণী, “যাই”—বলিয়৷ সেই দিকে ছুটলেন এবং একটি বৃহৎ বোঝা নামাইলেন। শম্ভুনাথ ছাপাইতে ছাপাইতে বিশ্রামাথ জমি গ্রহণ করিলেন। সৰ্ব্বাঙ্গে গলদঘর্থ হইতেছে। নাসিকাগ্রভাণ হইতে টপ টপ করিয়া ঘৰ্ম্ম-বিন্দু প্লাবিত হইতেছে। ব্রাহ্মণী, শম্ভুনাথের মন রাখিবার জন্য গৃহাভ্যন্তর হইতে তালবৃন্ত আনিয়া হাসিভর মুখে বাতাস করিতে বসিলেন। ইচ্ছাটা-শুনাথের মনটা কাদা করি, অন্তকার আহারের বন্দোবস্তু কিরূপ হইবে, জিজ্ঞাসা করিয়া লইবেন । গিঠিাকুরুণ আকাশের দিকে মুখ করিয়া মুর ধরিলেন--আমাৰ । গায়ে কখনও এত ঘাম বাহির হয় না। তা আমাব কিসেরই ব{ খাটুনি? আজ কুটন কুটিতে হইবে না" বাটন বাটতে হুইবে না, ইড়িশালে পাক করিতেও যাইতে হইবে না। তবে কেনই বা আমার এত ঘাম বাহির হইবে ?” नडू । स्न, अछ छू नॉरुि ? গিরি। আজ ও আমার ছুটি।