পাতা:প্রেম-ভিখারিণী.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

을8 প্রেম-ভিখারিণী । হিন্দু। যখ নিয়মে পুত্রের শিক্ষা দেওয়া তার কর্তব্য। এ নিমিত্ত তিনি লরেন্স জন্য বহু অর্থ ব্যয় করিষাছেন। নানা প্রকার চেষ্টা যত্ন এবং অর্থ ব্যয় করিয়া তিনি সফল মনোরথ হইযাছেন। তাহাতে কোনও সন্তু নাই। বড় ঘরে চরিত্রের আদর নাই, এ কথা কালীকুমার সাল্লাল বুঝিয়া স্থজিয়াসন্তানের নিমিত্ত সাধ্যমত যত্ন এবং অর্থ ধ্যয় করিয়াছেন।" এ জন্য নরেন্দ্র ধনীর সন্তান হইলেও কোনও প্রকার চরিত্র-দোষ তাহাতে স্পর্শ করে নাই। নরেন্দ্র, হস্তস্থিত একটী পানের থিলি মুখে দিয়া চৰ্ব্বণ আবস্তু করিলেন, সেটি উদবসাৎ হইতে ন হইতে আবাৰ একটী গ্রহণ করিলেম। এইরূপে তিন চারিট ধ্বংস হইল, বোধ হয় পরিশ্রান্ত হইলেন। একটী স্থাই উঠিল। চক্ষু-স্বয় ঢল ঢল করিতে লাগিল। একখানি ডিক্সমাবি ঠেস দিয়া একটু আড় হইলেন ক্রমে মস্তক পতিত হইল। দিবস নিজ অকৰ্ত্তব্য, এজন্ত একেবারে চক্ষু মুদ্রিত করিতে সাহস কবেন নাই ; মুদ্রিত না করিলেও নিস্তার নাই, এই অবস্থায় তিনি পতিত। দুয়ে-নিজকুম মধ্যাহ্নে একটী বিহঙ্গম মধুর শ্বরে গান করিতে ছিল, নরেন্দ্রর কর্ণকুহরে তাহ সুধা বর্ষণ করিল। ক্রমে চক্ষু মুদ্রিত হইল—নিদ্রাগত হইলেন। নরেন্দ্র নিদ্রাবেশে যেন স্বপ্নে কি প্রত্যক্ষ করিতেছেন। কে যেন প্তাহার অদূরে দাড়াইয়া আছে, তাহার পরিধানে একখানি মলিন বসন, হস্তে কতকগুলি পুস্তক। পরিধেয় বস্ত্রখানি বিশৃঙ্খলভাৰে পরিধান করা ; কিন্তু তাহার কমনীয় কাস্তিপূর্ণ মুকোমল মুচারু অঙ্গের উপর সেই মসী বিমিলিত কৃষ্ণবর্ণ বসন শোভা পাইতেছিল। গুহা মন্ত্রকোপরি আকৃতি কেশরাশি বিশৃঙ্খলারপে মস্তক এবং মুখমণ্ডলে আচ্ছাদিত ? তন্মধ্য হইতে বিশাল উজ্জল লোচন যুগল জরুণ কমলবৎ প্রকাশ পাইতেছিল তাহার লোচন, যুগল হেন স্বনিৰ্ম্মল