পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి:3 প্রেম-ভিখারিণী । ভুলিযাছিলেন, দেখিয়াছিলেন, চক্ষের কোলে দুই বিন্দু অশ্রু বরিতেছে, ক্রমে গগু বতিয, অশ্রু নরেঞ্জের হস্তে পতিত হইল। তারপর নরেন্দ্র এক মহাজালে জড়িত হইলেন । নরেন্দ্রের পাঠ্যাবস্থায় উভয়ে প্রায় সৰ্ব্বদা একত্র থাকিতেন । এমন একনিও দেখ বাইত না,-যেনি নবেন্ত্র সরোজিনীকে এবং সবোজিনী নরেন্দ্রকে না দেখিয়া সুস্থির হইতেন। ব্রাহ্মণ হইলেও একত্র ভোজন, একত্র ভ্রমণ, একত্র কথোপকথন হইত। সবোজিনী, নরেঞ্জের বাটতে যাইতেন। প্রথম প্রথম বিধু অন্ত উপায়ে প্রতিশোধ লইবার চেষ্টা করিতেছিল, কিন্তু যখন উভয়ের প্রেমতত্ত অবগত হইল তখন বিধু মত্ত হস্তীর বল ধারণ করিল। •একদিন উভয়ে কথা কহিতে কহিতে বেড়াইতেছেন, চতুর্দিকে খুঁই, জাতী, মল্লিক, মাধবী প্রভৃতি পুষ্পিত তরু সকল আলোক এবং সৌগন্ধ বিতরণ করিতেছে। বেড়াইতে বেড়াইতে সুগন্ধযুক্ত ফুলভরা এবং ঝাপী বৃক্ষতলে উপস্থিত। সন্ধ্য গগনের সুচিত্রিত মেঘরাশি মস্তকের উপর দিয়া চলিয়া যাইতেছে—তাহার ছায়া মুখমণ্ডলে প্রতিভাত হইতেছে। পরম্পর মুখমণ্ডল নিরীক্ষণ করিতেছেন, কুমুম স্বরভিসংস্পর্শ স্বস্নিগ্ধ যুদ্ধসমীরণ মধুর হিল্লোলে তাহদের ললাট স্পর্শ করিতে লাগিল। অদূরে একটি লতিকা ধরাশায়ী। মুশীতল মলয় সমীরণ সুধীর হিল্লোলে লতাটিকে কঁপাইতেছে। সরোজিনী তাঙ্ক দেখিয়া মোহিত হইলেন। নরেন্স হাসিতে হাসিতে লভাটকে ভূমি হইতে উঠাইলেন। স্বল্প-শিশির-সিক্ত খামল পত্রগুলি জ্যোৎস্নালোকে দিব্য প্রতিফলিত হইল, ফুটত কুমুম গুলি ঝরিয়া পড়িল, পাতাগুলি মৃদ্ধ যুদ্ধ কঁপিয়া, এক অবর্ণনীয় শোভা সম্পাদন করিলু। লতিকার গৃহকম্পিত অঙ্গে সরোজিনী একটা চুম্বন করিয়া, কত জানন্দ প্রকাশ ক্ষরিলেন।" কত প্রেম-কথা এবং প্রেম-হান্ত করিয়াছিলেন।