পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢¢fभ-डिांत्रेिणै। 85. কহিতে পারে নাই, এ সৰ্ব্বনাশের কিছুদিন পূৰ্ব্বে গোলায় যে কয়টা ধান ছিল,-মামলা মোকদ্দমা করিয়া তাঙ্গর সমস্তই ফুরাইয়াছে । মাঠ হইতে ধান কুড়াইয়াও অতি কষ্টে দিন গুজরাণ হওয়া অসম্ভব । যৎসামান্ত রোপণ কাৰ্য্য সমাধা হইয়াছিল--কিন্তু বিধাতা তাহাতেও .বিমুখ হইলেন। কাৰ্ত্তিক মাস—এ সময়ে একবার ফুরফুরে বাতাস হইলে আর রক্ষা নাই। বোধ হয়, বিধাতা বিমুখ—স্বতবাং তাছাই হইল । উন্নত ফলধারী ধান্তবৃক্ষ মৃত্তিকাশায়ী হইল, গাছের গলায় গলায় জল—জলে ডুবিয়া পচিয়া গেল। কৃষক চেষ্টা করিয়াও কুতকাৰ্য্য হইল না । হাজার হাজার লোক যাহার দিকে চাহিয়া রোগ ধন্ত্রণ হইতে শান্তি পাইতেছিল—অকস্মাৎ একি হইল। উদরে অন্ন নাই, না খাইয়া মানুষ দুৰ্ব্বল। এই ছৰ্ব্বলতার উপুর মান প্রকার রোগ আসিয়া নিজ মূৰ্ত্তি ধারণ করিল। ওলাউঠা, জ্বর, কাশি, সর্দি প্রভৃতি নানা প্রকার রোগ আক্রান্ত করিয়৷ ফেলিল। লোকে দুৰ্ব্বল ব্যাধি-স্পর্শ করিবামাত্রেই মৃত্যুগ্রাসে পতিত হইতেছে। যে পড়িতেছে, সেই মরিতেছে। চিকিৎসা নাই, পথ্য মাই। কেহ কাহারও মুখে জল দিতে পায় না। নিজেকে লইয়৷ নিজেই ব্যস্ত—যে পড়িতেছে সেই মরিতেছে। এ দিকে সদ্যজাত শিশু দুগ্ধের জন্ত হা হা করিতেছে—মায়ের কোলে পড়িয়া ছট ফট করিতেছে। স্তন্ত দুগ্ধ কাৰ্ত্তিক মাসের পূৰ্ব্বে ফুরাইয়াছে। মা সন্তানের মুখে কি দিবেন ? মা ভেউ ভেউ করিয়া কাদিতেছেন,— সস্তানের মুখ চাহিয়া বুকে আঘাত করিতেছেন। বড়ই ঘুর্দিন উপস্থিত-ঐমে ওলাউঠার প্রাচুর্ভাব হইল। ঘরে ধরে রোগী । *अर #ार পরিবারে ২/৩ বা ততোধিক কেহ পাশা কেহ শী শক্তি। তার চিকিৎসা ইবুনা। - এ সকল দেশের প্র% লোকে আশ্বস্ত হয়ে চাহিয়া থাকে।