পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢¢धभं-छिधांतेिनैौ । &t ছোট বালকের আজ বরযাত্রী যাইবে—দুই একজন গুকমহাশয়কে কাকি দিয়াছে কোন কারণ নাই কেহ দুই হাত লাফাইয়া উঠিল। অত্যন্ত আননের সময় হঠাৎ দুইজনে ঝগড়া বাধাইয়া বৃসিহ, যে হারিল সে কিন্তু কঁাদিল না, কিন্তু মুখ-ভার করিব রহিল। বটির ভিতর হইতে অনায়াস লব্ধ একটা সন্দেশ আনিষা দিল । বাৰু টপ কবিয়া, থাইতে ন পাবিয়া গিলিয়া ক্ষেলিবার প্রয়াস পাইল । আবাব খিলখিল করিয়া হাসিয়া ফেলিল । এইরূপ কত ঘটনা ঘটতেছে, জনরবে চতুর্দিক পূর্ণ হইয়াছে। সজ্জিত বালক এবং যুবকগণ অকারণে কতবার অন্দর এবং বাহিত্ব করিতেছে। এ দিকে বিধুবাবু জিমন্যাষ্টিকেব আড্ডার বালক এবং যুবকদিগকে নিমন্ত্ৰণ কবিয়া, সঞ্চন তাহদের আগমন প্রত্নীক্ষা করিতেছে। পবিশেষে তাহাৰা মুদ৷ ত হইয়া, বিধুবাবুকে ঘেরিয়া বসিল, ৰিধু যেন স্বর্গে উঠিল। রাত্রি নয় ঘটিকার পর বর বাহির হইল। উপযুক্ত সময়ে বর, গুরু, পুরোহিত, বরকত্ব এবং বরযাত্রী প্রভৃতি শম্ভুনাথ ভট্টাচার্যের চণ্ডিমণ্ডপ অধিকার কবিয বসিলেন। আডম্ববৃেব সীমা পরিসীম। নাই ! বাষ্ঠেব শব্দে ভট্টাচাৰ্য্য মহাশয়েব পরিবারের ঝালাপালা হইয়া যাইতেছেন। আসরে, পান তামাকের জন্ত বাবুর চীৎকার আরম্ভ করিয়াছেন,-যেন কোন প্রদেশে আগুন লাগিয়াছে। চাকরের তামাক সাজিতে সাজিতে নাজেহাল,—তবুও বাসুদেব মন তৃপ্ত হয় না । ভট্টাচাৰ্য্য মহাশয়ের বাটতে দ্রব্যের ত অভাব নাই, কেবল অর্থাভাৰ বশতঃ মুচারু বন্দোবস্তের ব্যতিক্রম ঘটতেছে! কিঙ্ক ভট্টাচার্যের মুখমিষ্টতার গুণে কেহ দোষ গ্রহণ করিতে জরুসর পাইতেছেন না। এদিকে ভিক্ত রবাটতে তিরষ্কারের অবধি নাই। সরোজিনী প্রলtণ