পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচ্ছেদ । কয়েক দিনাবধি নরেন্দ্র একটু মুস্থ আছেন। অনেকদিনের পর নরেন্দ্রব মুখে হাসি দেখা দিল। নরেন্দ্রর পিতা মাতা সে হাসি দেখিয়া যারপর নাই মুখী হইলেন। ভাবিলেন এইবারে নর মুই হুইবে সাধারণ ভাণ্ডারের অবশিষ্ট অর্থ এবং চাউল বিতৰণ করিতেছেন, গরিবের কথা কাণ পাতিযা শুনিতে ব্যস্ত হইলেন । নরেজ আজ উৎসাহের সহিত বিতরণ করিতেছেন। কয়েক দিন হইতে দেবেন্ত্রনাথ অসুস্থ । বৈকাল হইলে অল্প অল্প জর হয়, শরীর দুৰ্ব্বল হইয়াছে। তথাপি তিনি নরেঞ্জের নিকট নামাইয়া থাকিতে পাবিলেন ন-নরেন্ত্রের নিকট উপস্থিত হইলেন। দেবেন্দ্রনাথ নরেস্ত্রের সহিত দেশের বালক এবং ফুকদিগের শিক্ষা এবং নীতি সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন । নরেন্স এবং মতিবাৰু দ্বারা দেশের উন্নতি হইতেছে জ্ঞাত হইয়t আবপর নাই সুখী হইলেন। নরেন্দ্রকে দেশের উন্নতি সম্বন্ধে সবিশেষ উপদেশ প্রদান করিলেন । নরেন্দ্রকে দেশোল্পতি সাধনে উদাসীন দেখিয়া আজ দেবেন্ত্রনাথ তাহার কারণ শ্রবণার্থ ব্যস্ত হইলেন । দেবেন্ত্র। সে দিন তোমাকে নিরুৎসাহের মত থাকিতে দেখিয়াছিলাম কেন ? নরেঞ্জ বন্ধ হইয়া রছিলেন। মুখখানি তখন রক্তিম আকার ধারণ করিল। একটি সুদীর্ঘ উষ্ণ নিশ্বাস বেগে নির্গত হইল। দেবেন্ত্রনাথ ইতিপূৰ্ব্বে মতিবাবুর নিকট হইতে কতকটা কারণ জানিতে পারিয়াছিলেন এবং নরেন্দ্র বিমৰ্ষভাব ও সুদীর্ঘ নিশ্বাসত্যাগে