পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । o § স্থাসিক্ত মুমিষ্ট বচন দ্বার সরোজিনীর মন প্রাণের ভিতর মধৱল, ছড়াইতে থাকেন। এইরূপে দ্বাদগুস্ত গ্রামের স্ত্রীলোকের উহার উপর সদয় হইলেন ; শুদ্ধ স্ত্রীলোক নহে–একজন পুরুষ, নাম বিধু! সরোজিনী মনে মনে করেন, যিনি যত পারেন, সাধ মিটাইয় বলুন, তাহাতে দুঃখ নাই, কিন্তু যদি দিবসের অতি অল্প মাত্র সময়, মরেন্দ্রর কথা সরণ করিতে পাই, তাহা হইলে বাচিয়া যাই । বস্তুতঃ সরোজিনী শ্বশুরালয়ে আসিয়া পৰ্য্যস্ত অনবরত ক্ৰন্দন করিতেছেন। এক হর্ব বিরাম নাই কেবলই ক্রন করেন। কাদি দিয়া অস্থিরা হইয়াছেন। কি করিবেন, কিছুই স্থির করিতে পারিতেছেন না। হরি এবং বিধুর গুপ্ত পরামর্শ, অন্তবাল হইতে সমস্ত শ্রবণ করিয়, তাহার হৃদয় আকুলিত হইয়াছে। তদ্ব্যতীত বিধুর পরামর্শ মত, হরি, সরোজিনীর নিকট সমস্ত প্রস্তাব কপিলে পব সরোজিনী তাহাতে অধিকতর ভীত হইয়া, কেবলই ক্ৰন্দন করিতেছেন, কর্তব্য নিদ্ধারণ করিতে পারিতেছেন না। হা অদৃষ্ট, আমার কপালে কি আছে? জানি না কত যন্ত্রণ সন্থ করিতে হইবে ? হৰি এই মূহূর্বে কেন আমি মরিয়ু ঘাই না? এখনি বিধু আসিবে, আসলে চিরদিনের মত ਬਸੇ। করিকে । তবে এই মুহূর্তে আমার মৃত্যুব বঙ্গেবন্ত .# আমার জীবনের শেষ দিন, আজ আমি মরিব কিন্তু কেমনু খুঞ্জি बहिर !' \ ^ “ঠৰু”—ঐ বুধি ৰিপু আসিতেছে। সরোজিনী তৎক্ষণাৎ মূসারির চারি গাছি দড়ী কাটয়, একত্র গুছাইয়৷ কড়িকাটে বাধিলেন-ফtণ প্রস্তুত করিলেন ফাস গলায় পরাইলেন। এখনও হাত পা ছাড়ির