পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । !انيSفي দ্বাদগুন্ত গ্রামভেদী ইষ্টকময় পাকা রাস্ত দিয়া কতকছুর বাইতে পার যায়, তারপর আর রাস্ত নাই। কয়েক বিঘা জমী জঙ্গলময়, সেই জঙ্গলের পার্শ্ব দিয়া, পুরাকালে গঙ্গা প্রবার্কিত হইত। এক্ষণে তাহার কিছুই নাই—মধ্যে মধ্যে বড় বড় দীঘি এবং পুষ্কাণ অস্থাপি বর্তমান আছে ; সেই দীঘি এবং পুষ্করিণী সমূহের ঠিক মধ্যস্থানে একস্থানে একখানি কুটার আছে। সরোজিনী দূর হইতে এতক্ষণ যে মালোক দেখিতেছিলেন, সে আলোক এই কুটীরের পুরো ভাগ হইতে উত্থিত হইতেছিল। সরোজিনী যখন ক্রমস সেই কুটীরেব নিকট যাইয়া উপস্থিত হইল, তখন দিব্য পরিষ্কার ভাবেই দেখিতে পাইল যে এই আলোকটি কিসের আলোক। এই আলোকটি ঐ কুটিরের সন্মুখেনিপতিত বৃহৎ জলস্ত এক কাঠের কুদে হইতে উঠিতেছিল। যে লোকটিকে সরোজিনী এতক্ষণ ঐ আলোকের সম্মুখে বসিয়া থাকিতে, দেখিয়t আসিতেছিল, এক্ষণে নিকটবন্তি হইয়া দেখিল যে, ঐ লোকটি দিব্যকায়বিশিষ্ট তেজঃপুঞ্জ সন্ন্যাসী । তাহার একবার ইচ্ছা হইল যে সেই সন্ন্যাসীকে প্রণাম করত কিছু জিজ্ঞাসা করিবে, কিন্তু দেখিল, সন্ন্যাসী ধ্যানস্থ—তাহার চক্ষু নিমিলিত আর মুতরাং অধিক কিছু জিজ্ঞাসিতে সাহসীত হইল না কেবল নীরবে অবাক হইয়া, কতক্ষণে র্তাহার ধ্যানভঙ্গ হুইবে তাহাই প্রতীগণ করিয়া রহিল। যেমন তেমন করিয়া অদ্ধ ঘণ্টা কাল যে তাহাকে তথায় অপেক্ষা করিতে হইয়াছিল, তাহাতে কোন সন্দেহই নাই। এই অদ্ধ ঘণ্টার পর সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হইলে তবে সে র্তাহার চরণে শির নতকরিয়া প্রণাম করিল। সন্ন্যাসী ঈঙ্গিতে তাহাকে অপেক্ষা করিতে কহিল, জন্ত কোন কথাই তখন হইল না। সরোজিনী অপেক্ষা করিয়া রছিল, তিনি পাঠ করিতে লাগিলেন।