পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখাবিণী । ఫిలి এাবল বেগে আক্রমণ করিতেছে—তাত প্রাণের সহিত নরেন্দ্রের নিকট প্রকাশ করিলেন । লরেন্দ্র তখন প্রতিজ্ঞ কবিলেন-বোগ, শোক, দুঃখ শেষ মৃত্যু স্পর্শ করুক তথাপি আর আমি সরোজিনীর জন্য ধ্বলতা দেখাইয়া ঐক্ষরির নিকট অপরাধী হইব না । উভযে তথা চইন্তে ডায়মণ্ডগৰ্ব্বাবে দরিদ্র সেবায় জীবন মন, প্রাণ উৎসর্গ করিলেন। নরেন্দ্র সবাজিনীকে ভুলিয় গেলেন ; গুঞ্জ সরোজিনী নহে পিতৃ বিয়োগেও তাছাকে বিচলিত কবিতে পারে माहें । মরেন্দ্র, ইহারই নাম আত্মসমর্পণ ।

  • sssssssssf.

দ্বাবিংশ পরিচ্ছেদ । দেশের ভিতর এক্ষণে শান্তি বিস্তার হইতেছে। নরেঞ্জ, দেখেদ্রর উপদেশে উৎসাহিত হুইযা প্রাণপণ যন্ত্রে অবিশ্রান্ত সৎকার্য্যে সময়াতিপাত কবেন। এক দিকে সবোজিনীর জন্য র্কাদিতে থাকেন, অপরদিকে প্রজাদিগের রোগ, শোক জাল যন্ত্রণ প্রভৃতির গুশ্রুষা কবেন। পূৰ্ব্বেই বলা হইয়াছে দেবেন্দ্রনাথের শরীব বডষ্ট দুৰ্ব্বল কষ্টয়াছে, তথাপি তিনি অমুস্থ শৰীৰে, নরেঞ্জের খবর পাইবা সুন্দরবনে স্বযং গমন করিয়াছিলেন। প্রথম প্রথম তাহার অল্প অল্প জব হইতে থাকে তথাপি তিনি জবকে অগ্রাহ করিয়া, প্রজাদিগের হঃখে এবং স্বদেশ ও বিদেশেৰ বালক ও যুবকদিগের অবনতিতে, বাবপর নাই দুঃখিত হইয়া অবিশ্ৰান্ত দিনরাত্রি হাও ভাঙ্গ পরিশ্রম দ্বার, এই সকল অপনোদন করিতে সক্ষম হইয়াছেন। এখন তিনি প্যান্থ কিন্তু একটু অবসর পাইলেইছাৰীদিগের জন্তু ইতস্ততঃ করেন ।