পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏔᎯ প্রেম-ভিখাৰিণী । আমার অনেক রাত্রি হইবে ; যদি এই বিপদ হইতে আমাকে বক্ষ কব । নবেন্দ্র, ভিখারিণীকে লইয়া যাইবার জন্স কোন ও প্রকার উপায়োদ্ধাধন করিতে ন পারিষা, স্বাঙ্গ মনে করিলেন তাছাই কার্য্যে পরিণত কবিলেন। নবেন্দ্রকে কঠোর কর্তব্য পালন করিতে হইতেছে, সুতরাং তিনি ভিখাৰিণীকে বুকের উপর করিয়া দ্বাদগুষ্ঠ গ্রামে চলিলেন। পথে দেবেন্দ্রনাথের সহিত সাক্ষাৎ হইল। নরেন্দ্র, দেবেন্দ্রনাথকে কছিলেন, তুমি এই ভিধাবিণীকে লইয়া যাও, আমি হরিপুরে গ্রামের ধষ্ঠ যাএা করিয়াছি, সম্ভবতঃ তথা হইতে অতি সত্বর ডায়মগুহাৰ্ব্বাবে যাইব । পূৰ্ব্বে বলিয়াছি দ্বাদগুপ্ত গ্রামভেদী পাকা রাস্ত কতক দূর গিয়া একেবারে ফুরাইয়া গিয়াছে কিন্তু সেই বাস্তা অবলম্বন কৰিলে ৩থা হইতে ডায়মও হাৰ্ব্বাৰ যাওয়া ধাই৩ে পারে। নরেন্দ্র পদবজে এষ্ট সকল স্থান পৰ্য্যবেক্ষণ করিয়া তথাকবি পল্লিবাসিদিগের যাহার যে রূপ অভাব হয়, সমস্ত পরিপূর্ণ করিয়া দিবার ৰন্দোবস্ত করিবেন । দেবেন্দ্র কছিলেন, ইহাকে অন্ত শ্মশান মন্দিরে বাথিবীর বন্দোবস্ত করা যাউক, স্তাব পর উত্তমরূপে শরীর মুধবাইলে অভিণধিত্ব স্থানে পৌছাইবাব বন্দোবস্ত করা যাইবে। নরেন্থ বিদাম ইলে পব দেবেন্দ্রনাথ ভিখারিণীকে লইয়া শ্মশানমন্দিরে রাধিধা উপযুক্ত শয্যা, পথ্য প্রভৃতি প্রদান করিলেন এবং স্বযং সেই রাত্রি তাহাব সেবার নিযুক্ত বহিলেন। কিছুদিন পবে দেবেন্দ্রনাথ দেখিলেন, ভিখারিণীর অবস্থা বড়ই শোচনীয়,শয্যা হইতে আর উঠতে পারেন না, স্পষ্ট কথা কহিতে পারেন না ইহ দেখিয়া দেবেন্দ্রনাথ একটু ভীত হইয় জিজ্ঞাসা করিলেন,--ভূমি কোথায় যাইবে ?