পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/১০৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯০
বাঙ্গলার পরিচিত পাখী

 ইহার পৃষ্ঠদেশের উজ্জ্বল পীতবর্ণের জন্য ইংরেজ লেখকগণ ইহাকে “গোল্ডেন ব্যাকড উড পেকার” বলিয়া বর্ণনা করেন। ভারতবর্ষের সমতলভূমিতে এই একটীমাত্র কাঠঠোক্‌রা একমেবাদ্বিতীয়ম্ হইয়া আছে। পার্ব্বত্য অঞ্চলে অবশ্য কয়েকটী বিভিন্ন প্রকারের অদ্যবিধ গাত্রবর্ণের কাঠঠোক্‌রা আছে।