পাতা:বিদায়-আরতি.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কবি-পরিচয়

[ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এম-এ বিরচিত ]

 কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা ১২৮৮ সালের ৩০শে মাঘ, শনিবার কলিকাতার সন্নিহিত নিম্‌তা গ্রামে তাঁহার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম রজনীনাথ, মাতা মহামায়া দেবী। কবির পিতামহ সুপ্রসিদ্ধ সাহিত্যিক ও জ্ঞান-তপস্বী অক্ষয়কুমার দত্ত মহাশয়। কবি তাঁহার পিতামহের নিকট হইতে অসাধারণ জ্ঞান-পিপাসা এবং সাহিত্যের রসজ্ঞতা ও সাহিত্য-সৃষ্টির ক্ষমতা লাভ করিয়া অল্প বয়সেই প্রসিদ্ধ কবি বলিয়া বিখ্যাত হইয়াছিলেন। তিনি বাল্যাবধি বিদ্যানুরাগী ও কবিতাপ্রিয় ছিলেন। তাঁহার মাতুল শ্রীযুক্ত কালীচরণ মিত্র মহাশয়ের দ্বারা সম্পাদিত তৎকালীন প্রসিদ্ধ সাপ্তাহিক ‘হিতৈষী’ নামক পত্রিকায় কবি সত্যেন্দ্রনাথের কবিতা প্রথম ছাপা হয়। ‘সবিতা’ তাঁহার প্রথম কবিতাপুস্তক। ইংরেজী ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সময়ে ‘সন্ধিক্ষণ’ নামে তিনি একটি স্বদেশ-প্রেম-মূলক কবিতা-পুস্তিকা প্রকাশ করেন। তৎপরে ‘বেণু ও বীণা’, ‘হেমশিখা’, ‘তীর্থ-সলিল’, ‘তীর্থরেণু’, ‘ফুলের ফসল’, ‘জন্মদুঃখী’, ‘কুহু ও কেকা’, ‘চীনের ধূপ’, ‘রঙ্গমল্লী’, ‘তুলির লিখন’, ‘মনিমঞ্জুষা’, ‘অভ্র-আবীর’, ‘হসস্তিকা’, পর্য্যায়ক্রমে প্রায় প্রতি বৎসরে একখানি করিয়া গ্রন্থ তিনি প্রকাশ করেন। তাঁহার মৃত্যুর পরে নানা পত্রিকায় প্রকাশিত অনেকগুলি কবিতা সংগ্রহ করিয়া ‘বেলাশেষেরগান’, ‘বিদায়-আরিতি’, ‘ধূপের ধোঁয়ায়’ প্রকাশিত হয়।

 সত্যেন্দ্রনাথের প্রকৃতি মধুর ও নীরব ছিল। তিনি অল্পভাষী জিতেন্দ্রিয়, সত্যসন্ধ, স্বদেশপ্রেমী ও সমাজসংস্কারের পক্ষপাতী ছিলেন তাঁহার দানশীলতা ও মাতৃভক্তি, কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি ভক্তি ও শ্রদ্ধা এবং বন্ধুবৎসলতা অসাধারণ ছিল।