পাতা:বিদ্যাসাগর - চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৫৬৪
বিদ্যাসাগর
৫৬৪

________________

৫৬৪ বিদ্যাসাগর। দক্ষিণে ও বামে সুথ ও সম্পদ, পুণ্য ও পবিত্রতা বিতরণ করিয়া অনন্তের উদ্দেশে ছুটিয়াছে, শতপ্রকারে প্রতিবেশিপীড়নপ্রিয় বালক ঈশ্বরচন্দ্রের প্রস্তরবৎ শৈশব নিষ্ঠুরতার পাষাণ ভেদ করিয়া লােকসেবার যে মন্দাকিনীধারা প্রবাহিত হইয়াছিল, তাহাও তদ্রুপ সমগ্র দেশের সুখসাধন করিয়া, সম্পদও ঐশ্বৰ্য্য বৃদ্ধি করিয়া, কত কোটী কোটী লােকের হৃদয় অধিকার করিয়া অনন্তের পথ অগ্রসর হইয়াছে।