পাতা:বিবিধ কথা.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রবি-প্রদক্ষিণ
১৭৯

চলিতেছে এমনি অনাদিকাল হ’তে;
প্রলয়-সমুদ্রবাহী সৃজনের স্রোতে
প্রসারিত ব্যগ্র বাহু জলন্ত আঁখিতে
“দিব না দিব না যেতে” ডাকিতে ডাকিতে
হুহু ক’রে তীব্রবেগে চ’লে যায় সবে
পূর্ণ করি’ বিশ্বতট আর্ত্ত কলরবে।
সম্মুখ-ঊর্ম্মিরে ডাকে পশ্চাতের ঢেউ
“দিব না দিব না যেতে”—নাহি শোনে কেউ,
নাহি কোনো সাড়া।
চারিদিক হ’তে আজি
অবিশ্রান্ত কর্ণে মোর উঠিতেছে বাজি’
সেই বিশ্ব-মর্ম্মভেদী করুণ ক্রন্দন।···
ম্লানমুখ, অশ্রু-আঁখি,
দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব,
তবু প্রেম কিছুতে না মানে পরাভব,—
তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয়
“যেতে নাহি দিব।” যতবার পরাজয়
ততবার কহে—“আমি ভালবাসি যারে
সে কি কভু আমা হ’তে দূরে যেতে পারে?"···
মরণ-পীড়িত সেই
চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই
অনন্ত সংসার।···
আজি যেন পড়িছে নয়নে,
দু’খানি অবোধ বাহু বিফল বাঁধনে