পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধু মাষ্টার ૨G: —কি ঠিক হয়ে গেল মিঃ শুকরাম ? —জালুর সঙ্গে বিয়ের। অবিপ্তি ওর সঙ্গেই কথা হোল—ওর বাব এখনও জানেন না। —খুব খুশী হলাম শুনে। তবে ডাক্তাব সোরাবজিকে একবার বলুন। —সে হয়ে যাবে। তা—বললেও হয় । নবীনদা শুনিয়া বলিলেন—বাদরের গলায় মুক্তোর হার—মূলোর সঙ্গে আমন একটি চমৎকার মেয়ের বিয়ে ! ইতিমধ্যে মূলোর পরীক্ষা পড়িল—সে বি-এ পরীক্ষা দিয়া কিছুদিনের জন্তু দেশে গেল। আমাদের বার বার অনুরোধ করিয়া গেল, আমরা যেন তাহকে না ভুলি—চিঠি দিলে যেন উত্তর দিই। দুই মাস কাটিয়া গেল । , হঠাৎ একদিন আমাদের অত্যন্ত আশ্চৰ্য্য করিয়া দিয়া ডাক্তার সোরাবজি র্তাহার কন্যার বিবাহে আমাদের নিমন্ত্রণ করিয়া গেলেন। শুনিলাম পাত্র পুণার মেডিকেল অফিসার, আই এম এস পদবীর লোক । মোটা বেতন পান । আমরা বন্ধুর প্রতি কৰ্ত্তব্য স্মরণ করিয়া বলিলাম,– ও, আমরা জানতাম মিঃ শুকরাম— বৃদ্ধ ডাক্তার রাগত-ভাবে বলিলেন, সে একটা লোফার, আগেই বলেছি। গেজেটটা দেখেছেন । তার নাম খুজে দেখবেন কোথাও নেই। আর আমার মেয়ে ফাস্ট ক্লাস অনাস" পেয়েছে। আমরা সত্যই দুঃখিত হইলাম মূলোর জন্ত । এত কথার পর বিকালে যখন মূলে আসিয়া জানাইল মিস সোরাবজি ও আমাদের লইয়া সে পরদিন পিকনিকে যাইবে, তখন একটু আশ্চৰ্য্য হইয়া গেলাম। নবীনদ হাঙ্গাময় পডর ভয়ে প্রথমটা যাইতে চাহিলেন না—কিন্তু শেষে যখন মূলোব মুখে শুনিলাম, মিস সোরাবজির ভাইও এই সঙ্গে যোগ দিবে তখন আমাদের যাইতে কোন আপত্তি রহিল না । গোরেওয়াড হ্রদের ধারে পিকনিক ঠিক হইয়াছিল। পরদিন সকালে দল বাধিয়া দুখান৷ মোটরে হ্রদের ধারে গিয়া পৌছিলাম। নাগপুরের পাহাডের মধ্যে যতগুলি হ্রদ আছে, এটি সৰ্ব্বাপেক্ষ বড়, দৃশ্বও চমৎকার। আমরা উত্তর পাণ্ড ধরিয়া হ্রদের ওপারে অনুচ্চ পাহাডের তলায় বড় বড় তিলুক গাছের ছায়াতে আমাদের বনভোজনেব স্থান নির্দেশ করিলাম। মিস সোরাবজির ভাইটির বয়স চোদ-পনেরর বেশি নয়, বালক মাত্র—তাহার মনে দেখিলাম খুব *ফুৰ্ত্তি, হ্রদের জলে সীতার কাটিবার জন্য সে স্বানের পোশাক পৰ্য্যন্ত সঙ্গে করিয়া আনিয়াছে। মিল সোরাবজি মেয়েটিকে ঠিক বোঝা কঠিন। এদিনও দেখিলাম মুলোর প্রতি তাহার যথেষ্ট আকর্ষণ, তাহার এতটুকু মুখ-সুবিধার জন্ত মেয়েটির কি উদ্বেগ। অবশ্ব আমাদের দুজনেরও সঙ্গে সে ভাল ভাবেই মিশিল । এতটুকু অহংকার নাই, বাঙালী মেয়ের মতনই সরলতা, পবের স্বর্থ-স্ববিধা দেখার অভ্যাস, নিজের হাতে সেবা করিবার ঝোঁক। সে যে বি-এ