পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছায়াছবি ९¢ —চল, নকফুলের জেলেপাড়ার সামনে। ওখানে বসবে। —শ্মশান পেরিয়ে গেলে হোত না সন্ধেবেলা ? —ভিজে যাবি যে । o SAB BB BB S HBBB BB BB BBS BBB BBS BB BB S BBBBS ওখানে তামাক খেতি দেরি করে ফেললে যে ! ভীষণ মেঘ উঠেচে, ঝড়ে একপাল মিশকালো মেঘ ওদের দিকে উড়ে এসে সারা আকাশ অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেললে । সে সো শব্দ হচ্ছে । সজল বাতাস বইচে । উলুখড়ের মাথা দুলছে-রামধন বললে—দৌড়ে বাবা ফণি, দৌড়ো— কিন্তু ভগবানের ইচ্ছায় বৃষ্টি না হয়ে মেঘ উড়ে শ্মশানের বড় বটগাছটার উচু মাথা পেরিয়ে উত্তর পুব কোণের দিকে উড়ে বেরিয়ে গেল। ফণি খুব জোরে জোরে হাটতে লাগলো সন্দের অন্ধকারের আগে শ্মশান পেছন ফেলতেই হবে । ও বড় যে সে শ্মশান নয় । O * এ অঞ্চলের নামডাকী শ্মশান । কি নেই ওখানে । ভূত আছে, গোদান আছে, বেকি আছে, পেত্নী আছে, এত ভূত আছে দিনমানেই প্রাণ হাতে করে যেতে হয় । রামধন বললে—ফণি ভয়ডর কিছু নেই। আমার তাগায় বাবার মাদুলি । —আমার কাছের ফুলে-নবলার কবচ । —কোনো ভয় নেই। এগিয়ে পড়ে । —কারা বোধহয় মডা পোড়াতে এসেচে । রামধন বললে—কে রে ফণি ? ● ফণি ভয়ে ভয়ে বললে—ওরা কারা ? কি জানি কি করচে ? রামধন বললে—কেড গো তোমরা ? চার-পাচটি লোক শ্মশানে কি খুজচে যেন । কে একজন বললে—নড়াল বাড়ী । পাকিস্তানের লোক । —ওখানে কি করচে ? —ইটা দাও ফণি। আমাগোর সে পোঁচাতে দরকার কি ? ফণি বললে-বাবা, আমি জানি ওরা কি খুজচে । মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেচে পরবে । ওদের বড় কষ্ট । কি করবে বলো । 彰 • –লা না মড়ার কাপড় খুজবে কেন? ' —হঁ্যা বাবা মড়াড় কাপড় খুজচে আমি জানি । সেদিন খয়রামারির শ্মশান থেকে দু-জন লোক কাপড় নিয়ে গিচে। অনেকে অমন করচে– আকাশে নক্ষত্রে উঠেচে। বড় বটগাছটায় বাদুড় ঝটপট করচে। দূরে শেয়ালের পাল প্রহর ঘোষণা করলে। কি কুড় ফুলের বদ গন্ধ বেরুচ্ছে বর্ষার জোলো বাতাসে। ফণির গা কেমন