পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Þ8 বিভূতি-রচনাবলী শ্ৰীযুক্ত অপূর্বকুমার রায় করকমলেষু— বাঙ্গালী সমাজ যেন পঙ্কময় বদ্ধ জলাশয় নাহি আলো স্বাস্থ্যভরা, বহে হেথা বায়ুবিষময় জীবন-কোরকগুলি, অকালে শুকায়ে পড়ে ঝরি, বঁাচাবার নাহি কেহ, সকলেই আছে যেন মরি। নাহি চিন্তা, নাহি বুদ্ধি, নাহি ইচ্ছা নাহি উচ্চ আশা, সুখদুঃখ হীন এক জড়পিণ্ড, নাহি মুখে ভাষা। এর মাঝে দেখি যবে কোনো মুখ উজ্জল সরস, নয়নে আশার দৃষ্টি, ওষ্ঠপ্রাস্তে জীবন হরষ— অধরে ললাটে ভ্রতে প্রতিভার সুন্দর বিকাশ, স্থির দৃঢ় কণ্ঠস্বরে ইচ্ছাশক্তি প্রত্যক্ষ প্রকাশ, সন্ত্রমে হৃদয় পুরে, আনন্দ ও অাশা জাগে প্রাণে, সম্ভাসিতে চাহে হিয়া বিমল প্রীতির অর্ঘ্যদানে । তাই এই ক্ষীণ-ভাষা ছন্দে গাথি দীন উপহার লজ্জাহীন অসঙ্কোচে অনিয়াছি সম্মুখে তোমার, উচ্চ লক্ষ্য, উচ্চ আশা বাঙ্গালায় এনে দাও বীর সুযোগ্য সস্তান ধে রে তোরা সবে বঙ্গ জননীর। গুণমুগ্ধ མི།──ফাস্ট ইয়ার, সায়েন্স, সেক্সন বি। অপু বিস্মিত হইল। আগ্রহের ও ঔৎসুক্যের সহিত আর একবার পড়িল—তাহাকে উদ্দেশ করিয়া লেখা এ-বিষয়ে কোনও সন্দেহ নাই। একে চায় তো অীরে পায়,—একেই নিজের কথা পরকে জাক করিয়া বেড়াইতে সে অদ্বিতীয়, তাহার উপর তাহারই উদেশে লিখিত এক অপরিচিত ছাত্রের এই পত্র পাইয়া আনন্দে ও বিস্ময়ে সে ভুলিয়া গেল যে, ক্লালে স্বয়ং মিঃ বসু ইতিহাসের বক্তৃতীয় কোন এক রোমান সম্রাটের অমানুষিক ঔদরিকতার কাহিনী সবিস্তারে বলিতেছেন। সে পাশের ছেলেকে ডাকিয়া পত্ৰখানা দেখাইতে যাইতেই জানকী খোচা দিয়া বলিল,—এই! সি. সি. বি. এখুনি বকে উঠবে—তোর দিকে তাকাচ্ছে, সামনে চা—এই!-- আ-কতক্ষণে সি. সি. বি.-র এই বাজে বকুনি শেষ হইবে ...বাহিরে গিয়া সকলকে চিঠিখান দেখাইতে পারিলে যে সে বঁাচে —ছেলেটিকেও খুজিয়া বাহির করিতে হইবে। ছুটির পর গেটের কাছেই ছেলেটির সঙ্গে দেখা হইল। বোধ হয় সে তাঁহারই অপেক্ষায়