পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথেয় পাঁচালী ¢ዓ নারকেল সুপারি-আপনার অভাব কি ? বাগানখানা গিয়ে ছেড়ে দিন গে যান! তা বল্পে কি জানো ? বল্পে নীলমণি দাদা বেঁচে থাকতে ওর কাছে নাকি তিনশো টাকা ধার করেছিল, তাই অমনি করে শোধ করে নিলে। শোন কথা! নীলমণিদাদার বড় অভাব ছিল কিনা, তাই তিনশো টাকার জন্যে গিয়েছে ভুবন মুখুয্যের কাছে হাত পাততে! বৌদিকে ভালমানুষ পেয়ে মাথায় হাত বুলিয়ে নিলে আর কি ! —ভােলমানুষ তো কত! সেও নাকি বলেছে, জ্ঞাতিশাস্তুর-পরিহাতে বাগান থাকলে তো আর কিছু পাওয়া যাবে না, ফল-পাকুড় এমনিই খাবে, তার চেয়ে কিছু কম জমাতেও যদি BDDDDB S KLL LDBB ELL EDLS হরিহয় বলিল-খাজনা কি আর আমি দিতাম না ? বাগান জমা দেবে, তাই কি আমায় জানতে দিলে ? বৌদিদিকে-লুচি-মোহনভোগ থাইয়ে হাত ক’রে চুপিচুপি লিখিয়ে নিলে - ত্ৰৈয়োদশ পরিচ্ছেদ বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর বড় উঠিল । অনেকক্ষণ হইতে মেঘ-মেঘ করিতেছিল, তবুও কড়িটা ধেন খুব শীঘ্ৰ আসিয়া পড়িল। অপুদের বাড়ীর সামনে বঁাশঝাড়ের বঁাশগুলো পাচিলের উপায় হইতে ঝডের বেগে হুটিয়া ওধারে পড়াতে বাড়ীটা যেন ফাঁকা ফাকা দেখাইতে লাগিল—ধুলা, ধাশপাত, কঁটালপাতা, খড় চারিধার হইতে উডিয়া তাহাঁদের উঠান ভাৱাইয়া ফেলিল। দুৰ্গা বাটীর বাহির হইয়া অাম কুড়াইবার জন্য দৌড়িলঅপুও দিদির পিছু পিছু ছুটিল। দুৰ্গা ছুটিতে ছুটিতে বলিল—শীগগির ছোটু, তুই বরং সিদুরকোঁটাে তলায় থাকৃ, আমি যাই সোনামুখী-তলায়-দৌড়ে-দোঁড়ে। ধূলায্য চারিদিক ভরিয়া গিয়াছে’-বড় বড় গাছের ভাল ঝড়ে বঁাকিয়া গাছ নেড়া-নোড়া দেখাইতেছে। গাছে গাছে সীে। S BBBB BBB BSBB DBBB BBDYSiDBBDB BB DBBS BDSBBB BB BBB পড়িতেছে-শুকনা বাঁশপাতি ছুচালো আগাটা উচুদিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে-কুকুশিমা গাছের গুয়ার মত পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে-বাতাসের শব্দে কান পাতা যায় না । সোনামুখী-তলায় পৌছিয়াই অপু মহা-উৎসাহে চীৎকার কবিতে করিতে লাফাইয়া এদিক ওদিক চুটিতে লাগিল—”এই ম্বে দিদি, ওই একটা পড়লো রে দিদি-ঐ আর একটা রে দিদি ! চীৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। বড় ঘোর রূবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না, যদিবা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হুইল—তাহ ধরিতে পারা যায় না। দুৰ্গা আট-নয়টা আম কুড়াইয়া ফেলিল, অপু এতক্ষণের দুটাছুটিতে মোট পাইল দুইটা। তাঁহাই সে খুশিৱ সহিত দেখাইয়া বলিতে লাগিল-এই দুষ্ঠাখ দিঘি, কত বড় স্থা খ-ঐ একটা পড়লো-ওই ওদিকে