পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী SSS স্নায়ায় বিরাট ব্যাপায় দেখিয়া সর্বজয়া অবাক হুইয়া যায়, এত বড় কাণ্ডকারখানার ধারণা কোনো দিন স্বপ্নেও তাহার ছিল না, বিস্থিত হইয়া মনে মনে ভাবে,-দুবেলায় তিন সেরা ফ’ৱে LDLDB BDBS Y SBg DDBB LDBOSB BBBB SEEEDuBY BD BBB B সংসায়ের অভিজ্ঞতা লইয়া সে এসব বুঝিয়া উঠিতে পারে না । একদিন সরু চালের ভাত রান্নার বন্ড ভেকচিটী নামাইবার সময় মোক্ষদা বামনীকে তাক দিয়া বলিল-ও মাসীমা, ডেকৃচিটা একটুখানি ধবৃবে ? মোক্ষাদা শুনিয়াও শুনিল না । এদিকে ভাত ধরিয়া যায় দেখিয়া নিজেই নামাইতে গিগা ভারী ডেকচিটী কাত করিয়া ফেলিল, গরম ফেন পায়ের পাতাষ পড়িয়া তখনি ফোস্কা পড়িয়া গেল। গৃহিণী সেই দিনই তাহাকে স্কটীয় ঘৱে বদলি করিয়া বলিয়া দিলেন, পা না। সারা পৰ্য্যন্ত তাহাকে কোনো কাজ করিতে হুইবে না । সৰ্বজয়া ছেলেকে লইয়া নীচের একটা ঘরে থাকে। ঘরটিা পশ্চিমদিকের দালানের পাশেই। কিন্তু সেটা এত নীচু, আর মেজে এত সঁ্যাৎসেঁতে এবং ঘরটাতে সব সময় এমন একটা গন্ধ বাহির হয় ১৭, কাশীর ঘরাও এর চেযে অনেক ভাল ছিল। দেয়ালের নীচের দিকটা নোন-ধারা, রাঙা রাঙা বড় বড় ছোপ, প্ৰতিবার বাহির হইতে ঢুকিয়াই অপু বলে-উল, কিসের গন্ধ দেখচো মা, ঠিক যেন পুরোনো চা’লের কি কিসের গন্ধ বল দিকি ? নীচের এ স্বয়ণ্ডলা কর্তৃপক্ষ মনুষ্যবাসের উপযুক্ত করিযী তৈয়ারী করেন নাই, সেইজন্যই এগুলিতে চাকয়-বাকয় রাধুনীরা থাকে। উপরের দালানেৰ সব ঘরগুলি অপু বাহির হইতে বেড়াইয়া বেড়াইয়া দেখিয়াছে, বড় বড় BBB DBBS SYBDD BB EBB DBBBDB S BBDB DBBD BDSu BDD BB LLBBBS ঝকৃঝকে টেবিল, যেন মুখ দেখা যায, এত কাকুক্কু করে । অপুদের বাড়ীতে যেমন কর্পেটের পুরানো আসন ছিল, ঐ রকম কিন্তু ওর চেযেও ঢের ভাল, পুষ্ক ও প্রায় নতুন-কার্পেট মেজেতে পাতা। দেওয়ালে আয়না। টাঙানো, এত বড় বড় যে, অপুর সমস্ত চেহারাখানা তাহাতে দেখা যায। সে মনে মনে ভাবে-এত বড় বড় কাচ পায় কোথায়? জুড়ে জুড়ে b c --- দোতলায় বারান্দায় আর একটা বড় ঘর আছে--সেটা প্ৰায়ই বন্ধ থাকে, মাঝে মাঝে চাকয় বাকরে আলো হাওয়া খাওয়াইবার জন্য খোলে। সেটার মধ্যে কি আছে জানিবার জন্য অপুর অদম্য কৌতুহল হয়। একদিন ঘরের দরজা খোলা দেখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়াছিল। কি বড় বড় ছবি ! পাথরের পুতুল! বড় বড় গাদী-আঁাটা চেয়ায়, আয়না-লে ঘুরিয়া বেড়াইয়া সব দেখিতেছে, এমন সময় ছটু খানসামা তাহাকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া কুখিয়া আসিয়া বলিল-কোন বা ?--কাহে ইলমে ঘূসা ? হয়তো সেদিন সে মারই খাইত, কিন্তু বাড়ীর একজন বিদ্যালান দিয়া বাইতে যাইতে দেখিয়া বলিল-এই ছটু, ছেড়ে দাও, কিছু বোলো না-ওর মা এখানে থাকে-দেখাচে দেখুক না