পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুস্ত্রিংশ পরিচ্ছেদ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সৰ্ব্বজয়ী চাহিয়া-চিন্ডিয়া কোনো রকমে। অপুর উপনয়নের ব্যবস্থা করিল। পরোয় বাষ্ঠী, ঠাকুর-দালানের রোয়াকেয় কোণে ভয়ে ভয়ে কাজ সারিতে হইল। বামনী মাসী নাড়ু ভাজিতে সাহায্য করিল, দু’একজন রাঁধুনী-বামুনঠাকুরকে নিমন্ত্ৰণ করিয়া আসিল, বাহিরের সন্ত্রান্ত লোকের মধ্যে বীরু গোমন্ত ও দীনু খাতাঞ্জি। উপনয়ন মিটিয়া যাওয়ার দিনকতক পয়ে, অপু নিজের ঘরটিতে বসিয়া বসিয়া লীলার দেওয়া বঁধানো ‘মুকুল পড়িতেছিল। খোলা দরজা দিয়া কে ময়ে ঢুকিল। অপু যেন নিজের চোখকে বিশ্বাস DDDBDBDB BBDB uS LBD DDD D DYSig BDS BYSiDYYS লীলা কৌতুক ও হাসিভার চোখে দাড়াইয়া। অগুৰু বলিল-বাঃ বেশ তো তুমি। ব’লে গেলে সোমবারে আসবো কলকাতা থেকে, কত সোমবার হয়ে গেল-ফিরবার নামও নেইলীলা হাসিয়া মেজেতে বসিয়া পড়িল। বলিল-আসবো কি ক’রে ? স্কুলে ভৰ্ত্তি হয়েচি, বাবা দিয়েচেন গুঠি ক’রে, বাবার শরীর খারাপ, এখন আমরা কলকাতার বাড়ীতেই থাকবে। D gBEB DiBB D DDB BDBD DB BDB BLBDYiBDD DDDLDD DDDDLS অপুর মুখ হইতে হাসি মিলাইয়া গেল। বলিল-থাকবে না। আর তোমরা এখানে ? লীলা বলিল-বাবার শরীব ভালো হ’লে আবার আসবেপরে সে হাসিমুখে বলিল-চোখ বুজে থাকো তো একটু? আপু বলিল-কেন ? -থাকো মা ? অপু চক্ষু বুজিল ও সঙ্গে সঙ্গে হাতে কি একটা ভারী জিনিসের স্পর্শ অনুভব করিল। চোখ খুলিতেই লীলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটা কার্ড-বোর্ডের বাক্স তাহার কোলের উপর। বাশ্নটা খুলিয়া ফেলিয়া লীলা দেখাইল ভাল দেশী ধুতি-চাদর ও রাঙা সিস্কের একটা zLDLL DDD DDBB DBDDYSg BDBDBBuJDBD BDDBLL S LBDDB CLBDBLB 町吸一一 ধূতি-চাদর বিশেষ করিয়া পাঞ্জাবিটা দরের জিনিস, ব্যবহার করা দুরের কথা, এ বাড়ীতে পা দিবার পূর্বে অপু চক্ষেও কখনো দেখে নাই। লীলা অপুর মুখের দিকে চাহিয়া বলিল - এক মাসে তোমার মুখ বদলে গিয়েছে, আরও বড় দেখাচ্চে, দেখি নতুন বামুনের পৈতে ?--তারপর কান বিধিতে লাগলো না? আমার ছোট মামাতে ভাইয়েরও পৈতে হোল কিনা, লে কেঁদে ফেলেছিল হঠাৎ অপু একখণ্ড ‘মুকুল’ দেখাইয়া বলিল-পড়েচো এ গল্পটা ? লীলা বলিল-কি দেখি ? অপু পড়িয়া শোনাইল। সমূত্রের তলায় কোন স্থানে স্পেনদেশের এক ধনরত্বপূর্ণ জাহাজ দুই-তিনশত বৎসর পূৰ্ব্বে ডুবিয়া যায়৷ -“আজি পৰ্য্যন্ত অনেক খোজ করিয়াছে, কেহ স্থানটা নির্ণয় করিতে পারে মাই।। গল্পটা এইমাত্ৰ পড়িয়া সে ভারী খুশি হইয়াছে । fŘ. 8. b-st