পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R-Nata Red বোণে তলায়-পড়া খেজুর কুড়িয়ে খেয়ে বেড়াচ্ছে “সময়ের দীর্ঘ পাষাণ-অলিন্দোয় দূরতম সীমায় তাদেয় ছোট ছোট পাগুলির অস্পষ্ট শব্দ ফ্রমেই অস্পষ্টতর হয়ে আসছে- ওখাৱে তাৱা দুটিতে ক্ৰমেই মিলিয়ে যাচ্ছে--- এক গ্ৰাম্য বনের মৌ-গাছের ডাল থেকে দু’জনে মৌ ফুল পেড়ে থাচ্ছে, বালিকাটি ভালো রসাল ফুল পেলেই বালকের হাতে তুলে দিচ্ছে-এই যে এটি, কি মিষ্টি দেখ, দেখি তুমি is a নীলব্যোমপথে দীর্ঘদেহ, শ্বেতন্মুখী সমিধ্যবাহী, জ্যোতিৰ্ম্ময় ঋষিরা চলেছেন—তাদের মধ্যে কে যেন পিছন ফিরে সঙ্গীদের নিকট প্ৰস্তাব করছেন-ওহে সঙ্গীগণ, আমাদের কমণ্ডলু যা দিয়ে পূর্ণ করেছি, এস তা ফেলে দিয়ে পুনর্ধার মূতন জল সংগ্ৰহ করি।” এতদিন ভ্রমণের পয় মিষ্ট জলের উৎসের সন্ধান পেয়েছি।--তঁাদের কমণ্ডলু থেকে কালি-গোলার মতো কি ক’রে *vgछ । পথের বঁাকে একদিনের মেষভেরা বৈকালে মেয়েটিকে খুব মেয়েছে, তার এলোমেলো চুলগুলি মুখের চারিদিকে ছড়িয়ে পড়েছে-কাপড় কে টেনে ছিড়ে দিয়েছে--সে। কেঁদে DBB DB DBDYSiiD BDB DBDBD BDB DBBD DBDBD iEig EEEDz আসি বলে ?--আর ককৃথনো আসিব না।--দেখে নিও, আর ককৃখনো যদি আসি ** লোকনাথের মরণাহত দৃষ্টি বিরাট বিশ্বের উপর সেই ভাবেই মুগ্ধ আবদ্ধ রইল, বহু বৎসর পূৰ্ব্বোর শৈশবকালে গ্ৰামসীমার মাঠে তঁর অজ্ঞান শিশু-নয়ন দু’টি যে ভাবে আবদ্ধ রইত--- প্ৰায়ান্ধকার জগৎটা আবার একটা বিরাট প্রশ্নের রূপ পরিগ্রহ করে তঁর মুখের দিকে জিজ্ঞাসুনেত্ৰে চেয়ে রইল একপ্রশ্নের কোন উত্তর তার কাছে পাওয়া গেল না।*** উমারাণী বসন্তু পড়ে গিয়েছে না ? দুখিন হাওয়া এসে গীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে, মনে হচ্ছে উড়ন্তু চিলগুলোয় ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমায় বড় মনে পড়ে। তার কথাই বলব। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিনকতক গবৰ্ণমেণ্টের চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর ষে মাসে আমি একটা চা-বাগানের ডাক্তারী নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোমা শৈল স্বতীয় বাড়ীতে কলেরা হয়ে মায়া গেল। এই শৈলকে আমি বড় ভালবাসতুম, আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মাৱামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনদিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়াগায়ে । শৈল কখনো সে গ্রামে যায়নি, তায় স্বামী তাকে নিয়ে কলকাতায় বাস ক’রে থাকত। তার স্বামী প্ৰথমে পাটের দালালী করত, তারপর একটা অফিসে ইদানীং কি চাকরি