পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ-মেয়ার S. চলিয়াছে-বাড়ীতে ছেলেমেয়েদের খেলনা করিতে • কর্ণপুরের মনে হইয়াছিল সেদিন-- দূৱ, মূৰ্খ সংলায়াসক্ত জীব!”আজ কিন্তু নিজের অজ্ঞাতসারে তঁহার মনে জাগিল ঐ ভিক্ষুকটা উহার চেয়ে সুখী । সে তো তবুও কতদিন পরে গৃহে ফিরিয়া চলিয়াছে, কিন্তু উদাহার গৃহ কোথায়?--পরীক্ষণেই দুৰ্বলতাটুকু বুঝিয়া ফেলিয়া অপ্ৰতিভ হইয়া ভাবিলেন, ভগবান দয়া করিয়াই সংসারের জায় তাহার স্কন্ধ হইতে নামাইয়া লইয়াছেন। ভালই তো, ইহাতে মন খারাপ করিবার কি আছে ? তাহার পর বসিয়া বসিয়া তিনি তাহার প্রিয় একটি লোক আবৃত্তি করিতে লাগিলেন। তালবনের মাথায় পঞ্চমীয় চাঁদের দিকে চাহিয়া বায় বার গাঢ়শ্বরে শ্লোকটি আবৃত্তি করিতে করিতে তাহার চক্ষু সজল হইয়া উঠিতেছিল। রাত্রির পাতলা জ্যোৎস্নায়, মাঠের নির্জনতায়, শ্লোকের পাদ-ললিত্যে তঁহার মনে কি একটা অব্যক্ত ব্যথা যেন ক্রমেই মাথা চাড়া দিয়া uB BD S BDBu BHD BD D DBB DDBDBu DBD DDB DDBDBB ইষ্টদেবের মূৰ্ত্তি কল্পনা করিতে গিয়া কৰ্ণপুরের মনে হইল, ঐ অনন্ত আকাশের মত উদার-প্ৰাণ, ঐ জ্যোৎস্নার মত অনাবিল, চারিধারের প্রান্তর-বনের মত শান্ত ভঁাহার শ্ৰীকৃষ্ণ । এই শ্লোকের ললিত শাখার ৯৩ খৃষ্ঠার বাণী মধুর, শুমায়মান বনভূমির মতই তার স্নিগ্ধ কান্তি--কিন্তু তঁাহার মুখটি কল্পনা করিতে গিয়া কেমন করিয়া কৰ্ণপুৰ বার বায় তাহার মৃতপুত্রের মুখটিই ভাবিতে লাগিলেন। তাহাকে দাহ করিবার সময় হইতে কর্ণপুর সে মুখটি কখনই ভোলেন নাই, মনে কেমন আঁটিয়া ছিল। সেই মুখ ছাড়া অন্য কোন মুখ তাহার ভাল লাগে না। নিজের কাছে সম্পূর্ণভাবে স্বীকার না করিতে চাহিলেও কর্ণপুরের মনের গোপন কোণে একথা জাগিতেছিল, ইষ্টদেব যদি তাঁর পুত্রের রূপ ধরিয়া দেখা দেন, তবে না। সুখ। যদি কখনও দেখা পান, তবে যেন পুত্রের সেই রূপেই পান। শেষ রাতের স্বপ্নে কর্ণপুর দেখিলেন, জ্যোৎস্না দিয়া গড় ৮েঃ তারই ছেলেটি আসিয়া DBD BDDDB SBD DBDBBD g BB DBDl BDBS DBD DBB DD BBB DDD কিছু ছোটখাট খুঁত ছিল, সেই সুন্দর অতি-প্রিয় খুতগুলি ঠিক সেই ভাবেই আছে। বাম iB BB BDuuDDBD DDDSDDD gEEDBB BD DDD DDS BB DBDBDBB BBBB হাসি।--আন্তে আন্তে সে তার কানের কাছে মুখ লইয়া গিয়া চুপিচুপি ভাক দিল-বাবা! • অনেকদিন-হারা-পুত্রকে ক্ষুধাৰ্ত্ত ব্যগ্র দুই হাতে জড়াইয়া ধরিতে গিল্প কর্ণপুরের ঘুম ভাঙিয়া গেল। দেখিলেন সকাল তো হুইয়াছেই, তালবনের মাথায় কেন্দ্ৰও উঠিয়া পিয়াছে। সকালে উঠিয়া তিনি পুনরায় পথ চলিতে শুরু করিলেন। পথে কয়েকখানা গ্ৰাম পাইলেণ্ড তিনি কোথাও বিলম্ব করিলেন না। --রাদিন পথ চলিবার পরে সন্ধ্যার কিছু পূর্বে দুল্প হইতে একটি ছোটখাট গ্রাম দেখা গেল। অত্যন্ত ক্লান্ত অবস্থায় সম্মুখে লোকালয় দেখিয়া কর্ণপুরের মনে বড় স্বপ্তিবোধ হইল। আশ্ৰয় স্থান সদ্ধানে তিনি গ্রামের মধ্যে প্ৰবেশ ফয়িলেন। গ্রাম-প্রাস্তুের প্রথম দুই-চারিখানা বাড়ী ছাড়াইয়া গ্রামের ভিতর অল্প দূর অগ্রসর হইতে হইতেই গ্রামের দৃষ্ট ষেন কর্ণপুরের কাছে কেমন কেমন ঠেকিল। কোন গৃহস্থ