পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দুহোটেল ፶8ማ গাজে না। সন্মানের সহিত হাত পাতিয়া লে টাকা ও কাপড় গ্রহণ করিয়া গোপালনগর হইতে बिशंग्न लहेण । রাণাঘাট স্টেশনে নামিতেই নরেনের সঙ্গে দেখা । সে বলিল—কোথায় গিয়েছিলেন মামাবাবু বাড়ীম্বৰ সব ভেবে খুন। কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছে। স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভাল লিখেছে। —টেপি ভাল আছে ? —হ্যা, কাল আমরা সব টকি দেখতে গেলাম মামাবাৰু। মামীম, আমি আর আশালতা। মামীম টকি দেখে খুব খুশি । টেপির কথাটা সে মামীমার উপর দিয়াই চালাইয়া দিল । —জার একটা কথা মামাবাবু— —কি ? —কাল পদ্মঝি এসে আপনাদের বাসায় মামীমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেল । আর কুস্বমদিদি একবার আপনাকে দেখা করতে বলেছে। উনিও কাল এসেছিলেন। হাজারি বাড়ী ঢুকিতেই টেপি ওরফে আশালতা এবং তাহার মা দুজনেই টকির গল্পে মুখর হইয়া উঠিল। জীবনে এই প্রথম, তাহারা কখনও ও-জিনিসের কল্পনাই করে নাই—আবার একদিন দেখিতেই হইবে—এইবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না লইয়া ছাড়িবে না। কাজ তো সব সময়েই আছে, একদিনও কি সময় করিয়া যাইতে নাই ? —কি গান গাইলে । চমৎকার গান, বাবা। আমি ছুটে শিখে ফেলেছি। —কি গান রে ? —একটা হোল "তোমারি পথ চেয়ে থাকব বসে চিরদিন –চমৎকার স্বর বাবা। শুনৰে ? বেশ গাইতে পারি এটা— --থাক এখন আর দরকার নেই। অন্ত সময়•••এখন একটু কাজ আছে। টেপি মনঃক্ষুণ্ণ হইল। এমন গানটা বাবাকে শোনাইতে পারিলে খুশি হইত। তা নয় বাবার সব সময় কেবল কাজ আর কাজ । টেপির মা বলিল—ওগো, কাল পদ্ম বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। বেশ লোকটা। ওদের হোটেলে তুমি নাকি কাজ করতে ••• হাজারি জাগ্রহের সহিত জিজ্ঞাসা করিল—কি বললে পদ্মদিদি ? —গল্প করলে বলে, পান লেজে দিলাম, খেলে। ওদের সে হোটেল উঠে যাচ্ছে। আর চলে না, এই সব বললে । DDBB BBBB BBB BBB BB BBS BBBBSB BBBBBB BBBD তাহার বাড়ীতে আসিয়াছিল বেড়াইতে—তাহার স্ত্রীর সহিত ৰাচিয়া আলাপ করিতে—হাজারি নিজেকে অত্যন্ত সন্মানিত বিবেচনা করিল-পগুঝি তাহার বাড়ীতে পদধূলি দিয়া যেন তাহাকে