পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তার, আপনি নিৰ্ভয়ে থাকুন। আপনার কিছু হবে না। —ভয় কিসের ? আমি রিজাইন দিতে রাজী আছি এই মুহূৰ্ত্তে। —আমার মত শুনুন । কাউণ্টার প্রোপ্যাগাও একটা করতে হয় – ক্ষেত্রবাবু বলিলেন, আমি তা বলেছি। আস্বন—আপনি, আমি, শরৎবাবু, গেম্-টাচার সব মেম্বরদের বাড়ী বাড়ী যাই— —আমার আপত্তি নেই। হেডমাস্টার বলিলেন, না, নারাণবাবুকে আমি কোথাও নিয়ে যেতে বলি নে। লিভ, হিম এলোন। আমি আপনাদেরও যেতে বলি নে। আমি ও সব জিনিসকে বড় ঘৃণা করি। এটা শিক্ষা-প্রতিষ্ঠান, রাজনীতির আসর নয়, এর মধ্যে দল-পাকানো, ষড়যন্ত্র—এ সবের স্থান নেই। না হয় চলেই যাব। - ক্ষেত্রবাবু বলিলেন, স্তার, আমাদের অনুমতি দিন। আমরা দেখিনারাণবাবু বৃদ্ধ বটে কিন্তু বেশ তেজী লোক, তাহা বোঝা গেল। তিনি চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, একটা কথা বলে যাচ্ছি স্তার, আপনাকে কেউ তাড়াতে পারবে না এ স্কুল থেকে। কিন্তু একটা ভবিষ্যদ্বাণী করি, মি: আলম এ স্কুলে আর বেশীদিন নয়। সাহেব বলিলেন, ভাল কথা, রামেন্দুবাবুর কি মত ? ক্ষেত্রবাবু বলিলেন, তিনি নিরপেক্ষ। তিনি কোন দলেই যেতে রাজী নন। —হি ইজ এ বর্ন জেন্টলম্যান—দুজন লোক দেখলাম এ স্কুলে, একজন সামনেই বলে, আর একজন ওই রামেন্দুবাৰু। পরে হাসিয়া ক্ষেত্রবাবুদের দিকে চাহিয়৷ বলিলেন, মাই অ্যাপোলজি টু ইউ, আপনাদের ওপর কোন মন্তব্য করি নি এতদ্বারা । ক্ষেত্রবাবু বলিলেন, স্তার, আমাকে তিনটে টাকা দিন-আমি একবার এই রাত্রেই ছএকজন মেম্বরের বাড়ী যাই—ডাঃ সেনের বাড়ী যাওয়া বিশেষ দরকার। সেক্রেটারী বিপিনবাবু আমাদের দিকে আছেন। মীটিংয়ের দেরি নেই, একটু চটপট চেষ্টা করা দরকার। সাহেব টাকা বাহির করিয়া দিলেন। ক্ষেত্রবাবু বাহিরে আসিয়া নারাণবাবুকে ইঙ্গিতে র্তাহার সঙ্গে আঁসিতে বলিলেন। হেডমাস্টার তখনই দোয়ের কাছে দাড়াইয়া তিরস্কারের স্বরে বলিলেন, ক্ষেত্রবাৰু, আশা করি আপনি আমার আদেশ শুনবেন, আমি এখনও এ স্কুলের হেডমাস্টার মনে রাখবেন। নারাণবাৰুকে কোথাও নিয়ে যাবেন না, আমার ইচ্ছা নয়, এই সরল-প্রাণ বৃন্ধকে আপনার এ সব কাজে জড়ান। আপনি এক চুলে যান— - মীটিংয়ের আগে ক্ষেত্রবাবুর দল মেম্বরদের বাড়ী বাড়ী গেলেন । যেখানেই ধান, সেখানেই শোনা যায়, অপর পক্ষ কিছুক্ষণ আগে সে স্থান পরিত্যাগ করিয়া গিয়াছে। স্বদেশীভাবের লোক গাঙ্গুলীর কাছে ক্ষেত্রবাবুর দল অপমানিত হক্টলেন। ডা: গাজুলী বলিলেন, মশাই, আপনার কী রকম লোক জিজ্ঞেস করি ? পান ছে৷ বি. র. ৭—৮