পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ठरनीथोद्भ6 Rse মাসখানেক পরে একদিন আমার বাড়ীর সামনে হাউ মাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম । দেখি হাজু কঁাদিতে কঁাদিতে আমাদের বাড়ীর দিকে আসিতেছে । ব্যাপার কি ? শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই, তাহার হাতে একটা ঘটি ছিল, সেটিও কাডিয়৷ রাখিয়া দিয়াছে—তাহাদের বাড়ীতে ভিক্ষা করিতে গিয়াছিল, এই অপরাধে । রাগ হইল। আমি গ্রামের একজন মাতব্বর, এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারী ; তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম। মধু একখানা রাঙা গামছা কাধে হস্তদন্ত হইয়া আমার বাড়ী হাজির হইল। জিজ্ঞাসা করিলাম-মধু, তুমি একে মেরেচ ? —হঁ্যা দাদা, এক ঘা মেরেচি ঠিকই । . রাগ সামলাতে পারি নি, ও আস্ত চোর একটি। শুকুন আগে, আমাদের বাড়ী ভিক্ষে করতে গিয়েচে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কেঁচড ভরে র্কাচ পাকা ঝাল চুরি করেচে প্রায় পোয়াটাক । আর একদিন অমনি ভিক্ষে করতে এসে, দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙচে, সেদিন কিছু বলি নি --আজ আর রাগ সামলাতে পারি নি দাদা । মেরেচি এক চড়, আপনার কাছে মিথ্যে বলবো না । —ন, খুবই অন্যায় করেচ । মেয়েমানুষের গায়ে হাত তোলা, ওসব কি ? ইতরের মত কাও ! ছিঃ—যাও, ওর কি নিয়ে রেখেচ ফেরত দাও গে যাও । হাজুকেও বলিয়া দিলাম, সে যেন আর কোনদিন মধু চক্রবর্তীর বাড়ী ভিক্ষা করিতে ন৷ যায় । এই সময় আকাল শুরু হইয়া গেল। ধান-চাল বাজারে মেলে না, ভিখিরীকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে। আমাকে দেখিয়া নিৰ্ব্বোধের মত চাহিয়া বলিল—এই যে জ্যাঠামশায় ••• যেন মস্ত একটা স্ব-সংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুজিতেছে । আমি একটু বিরক্তির সহিত বলিলাম—কি ? —এই ! আপনাদের বাড়ীও যাবো । —বেশ । আমাদের বাড়ীতে প্রসাদ পাবি আজ—বুঝলি ? হাজু খুব খুশী। থাইতে পাইলে মেয়েটা খুব খুশী হয় জানি। কাটালতলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল, তখন দুজনের ভাত তাহার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয়। স্ত্রীকে বলিয়া দিলাম—একটু মাছটাছ বেশি করে দিয়ে ওকে খাওয়াও...। একদিন বোষ্টমপাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের পাড়ার হাজু শ্বশুরবাড়ী যায় না কেন ? —ওকে নেয় না ওর স্বামী । —কারণ ? 趋 ● --সে নানান কথ। । ও নাকি মস্ত পেটুক, চুরি করে হাড়ি থেকে খায়। দুধের সর