পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృచి: বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক নাস একটি ছোট আরসি ও একটি পুটুলি লইয়া প্রবেশ করিল এস মা, এস। তাই বলছি দিদিকে, যা দরকার একে বলে । মানুষের মত মানুষ যাকে বলে । খাবে না কী ? রোগা শরীরে রোজ রোজ— বলিতে বলিতে সরিয়া গেল নাস । ( কাগজের মোড়ক, আরসি ও কাপড় দিল ) এই নাও সি দুর। আর এই আরসিটাও এনেছি। আর দেখ, কিছু মনে কর না, হাসপাতালের কম্বল ত রেখে যেতে হবে । এই শীতে, তোমার রোগ শরীর, তাই আমার একটা ছেড়া গায়ের কাপড়—আর ওর কোণে ক’গণ্ডী পয়সা বাধা আছে। বিরাজ । এ কেন মা ? না ন!— নাস। রাখো মা, নি:সম্বল পথে বেরোতে নেই। আমি যাই, ডাক্তারবাবু ডাকৃছেন । # প্রস্থান পুটুলি হাতে লইয়া বিরাজ স্তস্তিত হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল— বিরাজ । পয়সা ? ছেড়া কাপড় ? সত্যিই ভিখিরি হযে গেছি ? ধীরে ধীরে আরসি তুলিয়া লইয়া মুখের সামনে ধরিয়া চমকিয়া বলিয়া উঠিল— ও মাগো ! এ কে গেী ? নিজের চোখকে বিশ্বাস করিতে পারিল না, আবার আরসি তুলিয়। ধরিল । দেখিয়! আরসি ফেলিয়া দুই হাতে মুখ ঢাকিয় আর্ভস্বরে বলিল— ঠাকুর । এ কী করলে তুমি ? এ মুখ কেমন করে তার সামনে বার করব ? ওগো এ কী হল আমার— তাহার কাল্প শুনিয়া রোগ্লিনীটি আসিয়া জিজ্ঞাসা করিল—