পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 : বিরাজ-বেী [ দ্বিতীয অঙ্ক বিরাজ । ( অর্ডিস্বরে ) দেখেছি। আসছে বছরেই যে ষোল আনা ফসল পাবে, তারই বা ঠিকানা কী ? তার ওপর সুদ আছে, লোকের গঞ্জনা আছে । আমি সব সইতে পারি, কিন্তু তোমার অপমান ত সইতে পারি না । নীলাম্বর কথা কহিল না । একটু পরে— আর কতদিন যোগীনের পড়ার খরচ যোগাতে হবে ? নীলাম্বর। আরও একটা বছর । তাহলেই সে ডাক্তার হতে পারবে । বিরাজ । ( একটু ক্ষণ চুপ করিয়া থাকিযা ) পুটিকে মাত্ষ করেছি, সে আমার রাজ-রাণী হোক, কিন্তু সে হতে আমাব এতটা দুঃখু ঘটবে জানলে ছোট-বেলায তাকে নদীতে ভাসিযে দিতুম । একটা সুগভীর নিশ্বাস ফেলিয়৷ ক্ষণকাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তারপর আস্তে আস্তে বলিল— চারিদিকে অভাব, চারিদিকে অকাল—না, না, যা হযেছে তা হযেছে, তুমি আর ধার করতে পাবে না । পুটির শ্বশুর বড়লোক, সে যদি নিজের ছেলেকে না পড়াতে পারে, আমরা পড়াব কেন ? নীলাম্বয় অতি কষ্ট্রে শুষ্ক হাসি ওষ্ঠপ্রান্তে টানিয৷ আনিয়া বলিল— নীলাম্বর । সব বুঝি বিরাজ, কিন্তু শালগ্রাম সুমুখে রেখে শপথ করেছি যে, তার কী হবে ? বিরাজ । ( তৎক্ষণাৎ জবাব দিল ) কিছু হবে না । শালগ্রাম যদি সত্যিকারের দেবতা হন, তিনি আমার কষ্ট বুঝবেন । আর আমি ত তোমারই অর্ধেক, যদি কিছু এতে পাপ হয়, আমি আমার নিজের মাথায় নিয়ে জন্ম জন্ম নরকে ডুবে থাকব। বলিতে বলিতে কাদিয়া ফেলিল