পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তরোগ বদন্তরোগ, মরিকা। ব্ৰাণাগমরূপ সাংঘাতিক ক্ষতরোগ বিশেষ । ইংরাজীতে ইহাকে Small pox বলে। বৈজ্ঞানিক

  • ®) Variola !

ইহা একটী বিশেষ সংক্রামক ও স্পর্শক্ৰামক সম্ফোটক জর । এই পীড়ার বিষ শরীরে প্রবেশ করিলে কিয়দিবস গুপ্তভাবে থাকিয়া প্রবল জর ও চৰ্ম্মে এক প্রকাব কছু উৎপাদন করে। ঐ কgগুলি প্রথমে প্যাপিউল, পারভেসিকেল ও পষ্টউলে পরি বৰ্ত্তিত হইতে দেখা যায় এবং অবশেষে শুষ্ক হইলে কক্ষু অর্থাৎ চামড়ি পতিত হয়। এই ব্যাধি একবার হইলে প্রায় দ্বিতীয়বার হয় না । এই পড়ার সংক্রামকবি বোণীর রক্ত, স্ফোটক ও কচ্ছুতে অবস্থিতি করে; সময় সময় ঘৰ্ম্ম, মন, প্রশ্বাস এবং অন্তান্ত অপশ্রাব দ্বারা ও পরিচালিত হয়। বঙ্গ, গাড়া ও গৃহাদিতে উক্ত পদার্থ বহু দিবস লিপ্ত থাকে ; এবং উচ্চ অধিক দূরে চালিত হইতে পারে । বসন্তরোগে মৃত্যু হইলে মৃতদেহ শরীরে উক্ত বিষ প্রবিষ্ট হইবার সম্ভাবনা । পুয় জন্মিবার সময় ঐ পদার্থের সংক্রমণশক্তি বৃদ্ধি পায়। কোন কোন গ্রন্থকার বলেন যে, উক্ত স্ফোটকগুলিতে এক প্রকার অতি সূক্ষ্ম পদার্থ অবস্থিতি করে। উঠাই ভিন্ন ব্যক্তির শরীরে যাত্রামিত হয়। যাহাঁদের টাকা হয় নাই এবং কাফ বা জাতি ও কৃষ্ণকায় ব্যক্তিরই এই পীড়া অধিক হইতে দেখা যায়। এতদ্বভিন্ন সাধারণতঃ অপরিস্কৃত অবস্থায় থাকা, কুৎসিৎ অঙ্গর প্রভূতি হইতে ৪ এই পীড়া হুইবার সস্থাপনা । কোন কোন ব্যক্তির শারীরিক অবস্থা এইরূপ যে, তাহার। ইহাব বিয কর্তৃক সহজে আক্রাস্ত উত্তমরূপে টকা দেওয়া ইলে এই পীড় কাচ 1 1 ち考なす (研*l 和国 ] এই পীড়া হেতু নানা স্থানের চৰ্ম্মে সীমাবদ্ধ প্রদাহেব চিহ্ন পাওয়া যায় এবং তার মধ্যে যথে পপিউল দৃষ্ট হয়। প্রকৃত চয়ে নব নব কোষ উৎপন্ন ত যাতে এপূিড়ায়িসেব নিম্নে তরল বস এবং পরিশেষে লিম্ফ ও পুয় জন্মে। পৰিপক্ক অর্থাৎ সপ্তমদিনের গুটি ভেদ কবিয়া অণুবীক্ষণ ছবি দেখিলে তাষ্ঠীর মধ্য কোটব শুষ্ঠ বা সঙ্কুচিত দেখা যায়, কিন্তু উহার প্রাটার কৌমিক বিধানের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড দ্বারা চৰ্ম্মে সংযুক্ত থাকে। মৃতদেহের নানা স্থানে অর্থাৎ চৰ্ম্ম, গলদেশ, চক্ষু, নাসিক, ব্ৰঙ্কাই, কখন কখন পাকাশয় ও অন্ত্রমধ্যে স্ফোটক দেখিতে পাওয়া যায়। স্বৎপিণ্ড, মুত্রসস্ত্র, gং ও স্বাধীন পেশী সকল কোমল এবং বলাপক্লষ্টতাবিশিষ্ট হয় । প্রাঃ বিবৰ্দ্ধিত ও কোমল হইয় থাকে। স্থানে স্থানে পেটিকি বা রক্তস্রাবের চিহ্ন দেখিতে পাওয়া যায়। মৃতদেহ শীঘ পচিয়া উঠে? হইতে জীবিত । [ १०७ ] বসন্তরোগ 研弥4日 聯 ১ম গুপ্তাবস্থা।—সংক্রমণ দ্বারা রোগোৎপন্ন ইলে ১২.দিন এবং টকা দ্বারা হইলে ৭ দিন ; এই অবস্থায় রোগী কিঞ্চিৎ অসুস্থ থাকে ; কোন বিশেষ লক্ষণ দেখা যায় না। (২) আক্রমণাবস্থা—শীত ও কম্প দ্বারা অকস্মাৎ পীড়ারম্ভ হর এবং রোগী জরের লক্ষণ সকল অনুভব করে। . স্ফোটক বহির্গত হইবার পূর্বে তাপ-পরিমাণ ক্রমশ: বৃদ্ধি পাইয়া ১০৯ হইতে ১-৬ ডিগ্ৰী পৰ্য্যস্ত হর। এতদ্ভিন্ন উদরোদেশে বেদন ও ভারবোধ, বিবমিষা কিংবা অতিশয় বমন এবং কটিদেশে প্রবল বেদন ইত্যাদি কয়েকটি বিশেষ লক্ষণ দেখিতে পাওয়া যায়। অন্যান্ত লক্ষণের মধ্যে শিরোবেদনা, মুখমণ্ডল আরক্তিম, হস্ত পদাদির স্পন্দন, আলস্ত, অত্যন্ত দুৰ্ব্বলতা, প্রশাপ, অস্থিরতা, অচৈতন্য এবং শিশুদিগের সর্বদা আক্ষেপ প্রভৃতি বঞ্জ মান থাকে, কোন কোন স্থলে সন্ধি বা গলায় বেদন হয়। ইফাকে প্রাথমিক (Primary Fever ) জর কছে । উক্ত লক্ষণ সকল দৃষ্ট দিবস পয্যন্ত বর্তমান থাকিয় ফোটকাবস্থায় পরিণত হয় । (৩) স্ফোটকাবস্থা।—হবের তৃতীয় দিবসে মুখে, কপালে প্ৰ হস্তে ক্ষুদ্র ক্ষুদ্র লাল দাগ দেখা যায়। ইহারা দলে দলে উৎসঃ হইয়া ২১ দিনের মধ্যে সমস্ত শরীরে ব্যাপ্ত হয়। সচরাচর ইহার সংখ্যা ১ • হইতে ৩০০ ; কখন কখন সহস্ৰ পৰ্য্যষ্ঠ gষ্টতে পারে। মুখমণ্ডলেই অধিক সংখ্যক ইষ্টয় থাকে। টীকা দিবার পর, অথবা সংক্রামক রূপে বসন্তরোগ উপস্থিত ইষ্টলে ফোটকাবস্থার পূর্কে উদরে ও উরুর অভ্যন্তরে বৃহদাকার লাল দাগ সকল বহির্গত হইতে দেখা যায়, তাহাকে প্রোড্রোম্য। একুজেন্থেম ( Prodromu] Exanthem ) *** 1 বসন্তের গুটিগুলি স্বতন্ত্র, সংশ্লিষ্ট, বা অন্ত প্রকার হইতে পারে। গুটি হইবার পূৰ্ব্বে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র লাল দাগ উৎপন্ন হয়। ফোটকের দ্বিতীয় দিবসে কgগুলি পর্যপের ন্যায় উচ্চ দেখায়, ইংরাজীতে পাপিউল কহে, তৃতীয়দিবসে পশ করিলে ছিটাগুলির স্থায় কঠিন বোধ হয়, চতুর্থ দিবসে গুটির মধ্যে মধ্যে রস (সির) সঞ্চিত ও য়াতে কোমল হইয় থাকে এবং মুফার হায় ভেসিকেল দৃষ্ট হয়। পঞ্চম দিবসে উহাদের উপরিভাগ নত কিংবা নাভির মত কিঞ্চিৎ মি: হয়, ইহাকে অম্বিলষ্টকেটেড, Unbilicated) বলে। ফোটকের পরিধি রেটমিউকোস (Retemucosum) সিরম দ্বারা দীত এক মধ্যস্থ কোষ সকল এপিডার্লিসের সহিত সংলগ্ন হওয়াতে ঐ লবন্তৰ উপস্থিত হয়। ফোটকের মধ্য দিয়া একটী চেয়ার food aste § (Hair or gland duct) * করিলেগু উক্ত প্রকার নত হইতে পারে। যষ্ঠ হইতে সপ্তম দিবস পর্য্যন্ত স্ফোটকের মধ্যস্থলে স্বচ্ছ ও তরল সিরম্ থাকে এবং চতুষ্পার্থে