পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোষণ ভাষায় লিখিত। ইহাতে বরাজিম্বের প্রভি স্বয়ং পরমেশ্বরের উপদেশের কথা আছে। হালনামাখানি তাহারই ধৰ্ম্মমতের ইতিবৃত্ত। এই ধৰ্ম্মমত অনেকট সুফিমতের অনুরূপ। वब्रांख्रिरक्षन्न ५झे अडिनब षन्द्रभएछ बिभ्रुख श्हेब्रां बtण ऋण আফগানগণ তাহার শিষ্যত্ব গ্রহণ করিল। কাবুল, কালাহার, যুমুফজৈ প্রভৃতি প্রদেশবাসী তাছার মত গ্রহণ করিয়া একটা শক্তিসম্পন্ন জাফ গান সম্প্রদায়ের কৃষ্টি করিল। সেই উদ্ধত সাম্প্রদায়িকগণ তদানীন্তন সমৃদ্ধ মোগলসাম্রাজ্যের বিরুদ্ধাচরণ করিতে কুষ্ঠিত হয় নাই। সম্রাটু অকৃবরশাহের রাজত্বকাল হইতে শাহজহানের সমৃদ্ধির অবসান পৰ্যন্ত রোশেনিয়াগণ দিল্লীশ্বরের প্রতিপক্ষতাচরণ করিয়াছিল। বরাজিদের জীবিতাবস্থায় এই সম্প্রদায় শক্তির শীর্ষ-সীমার উপনীত হয়। তখন তাহারা ধৰ্ম্মগুরু বয়াজিদকে আপনাদের অধিনায়ক করিয়া আকবরের শান্তিময় রাজ্যের শান্তিভঙ্গ করিয়াছিল । আফগানিস্থানের অন্তর্গত ভাতাপুরে তাহার সমাধিমন্দির বিদ্যমান আছে। বাজিদের ওমারশেখ, কামালউদ্দীন, নূরউদ্দীন ও জেলালউদ্দীন নামে চারিপুত্র এবং কামালখাতুন নামে কন্যা ছিল। মিঞা বয়াজিদের মৃত্যুর পর জলালউদ্দীন ধৰ্ম্মগুরু হইয় গদিতে উপবেশন করেন । ১৯০৭ হিঞ্জিরায় তিনি গিজনী অধিকার করিলে আকবর-প্রেরিত সেনাপতির হস্তে নিহত হন । তাহার মৃত্যুর পর ওমারশেখের পুত্র মিঞা আহাদাদ গদীতে উপবেশন করেন। তিনি ১৯৩৭ হিজিরায় জাহাঙ্গীরের সেনাপতির হস্তে নবাগড় দুর্গে নিহত হন। তাহার শিষ্যমণ্ডলী আহাদ বা ঈশ্বরের অবতার বলিয়া বিশ্বাস করিতেন । অতঃপর আহাদাদের পুত্র আবদুল কাদের গদীতে আরোহণ করেন। তিনি শাহজহানের সভায় বিশেষ সমাদৃত হইয়াছিলেন। ১৯৪৩ হিজিরায় তিনি কালকবলে পতিত হইলে পেশাবরে সমাধিস্থ হন । ইহার পর মোগলের বড়যন্ত্রে একে একে বাজিদবংশ লোপ পায়। শাহজাহানের রাজত্বকালে নূরউদ্দীনের পুত্র মীর্জা দৌলতাবাদ যুদ্ধে নিহত হন। জালাল উদ্দীনের এক পুত্র করিমদাদ মোগল-সেনাপতি সৈয়দ খার কৌশলে ১৯৪৮ খৃষ্টাঙ্গে তবলীলা শেষ করেন এবং অপর পুত্র জাল্লামা খাঁ রশিদ্বধানি উপাধি সহ দাক্ষিণাত্যের ৪ হাজারি মন্দৰদ্বার হন । ১৯৫৭ হিং ভারতে র্তাহার মৃত্যু ঘটে। রোষ (পুং ) রুষ-বঞ্চ, ক্ৰোধ । “মুকলি কিং মানবতীং ব্যবসায়া দ্বিগুণমস্থবেগেতি । মেহম্ভৰ পয়সাখি সম্বেৰু রো-উন্সিৰতি।” ది. ( আর্য্যাসপ্তশতী ৪৪৯ ) রোবণ (পুং) রোবতি তন্ত্ৰীলং ক্ষৰ (ক্রামওর্থেভ্যস্ত। পা [ ৯১ ] রোহতক ৩২১৫১) ইতি যুচ, । ১ পারদ । ২ মেঘৰ্ষশোপল । ( মেদিনী) ৩ ঊষরভূমি। (ত্রি) ৪ ক্রোধন। রোষণতা (স্ত্রী) রোষণষ্ঠ ভাব তল-টাপ । রোষণের ভাব বা ৰঙ্গ, ক্ৰোধ । রোষময় (ত্রি) স্বাগযুক্ত । রোষাক্ষেপ (পুং ) উীতিপ্রদর্শন। রোষাবরোহ (পুং ) দেবাস্থর যুদ্ধকালে দেবযোদ্ধভেদ। cब्रान् ि(ब्रि) क्रब-इनि । cब्रादयूङ, झंडे । রোষ্ট্র (ত্রি) রুষ-স্থা, রোবযুক্ত, ক্রদ্ধ। রোহ (খ) রোহতীতি ক্ষ-আচ, ১ জহুর। (ত্রি) রোহী। “তেন রোহমাপে মেধাস" গুরুত্ব ১৩৫১) রোহং রোহণীয়স্বৰ্গং" ( বেদীপ• ) রোহক (পুং ) কুছ-খুল। ১ গ্রেতভেদ । (ত্রি) ২ রোঢ় । “লিনীবালীমমুমতিং কুহুং রাকাঞ্চ ক্ষত্ৰতাং । বোকুণি চকুৰাহাণাং রোহকাংস্তত্র কণ্টকান "(ভার ৮৩৪৩২) রোহগ (পুং) পৰ্ব্বতভেদ। (জটাধর ) রোহণ (স্ত্রী) রোহতানেনেতি রুই-করণে লুট। ১ শুক্র । ( রাজনি• ) ই জন্ম। ৩ প্রাচুর্তাব । (পুং ) রোহত্যশিল্পিতি রূহ অধিকরণে লুই। ৪ পৰ্ব্বতবিশেষ, পৰ্য্যায়—বিদুল্লাগি । “অপারপুলিনস্থলীভূবি হিমালয়ে মালয়ে নিকামবিকটােন্নতে দুরবিরোহণে রোহণে । মহত্যমবভূধরে গহনকারে মন্দরে ভ্রমস্তি ন পতন্ত্যহে পরিণত ভবৎকীৰ্ত্তয়: ॥” ( রাজেন্দ্রকর্ণপু• ৫২ ) রোহণক্রম (পুং) ১ চানবৃক্ষ। ২ মলয়াগুরু । (বৈষ্ককনি ) রোহণ, মধ্যপ্রদেশের বন্ধাজেলার অন্তর্গত একটা নগর। অক্ষা ২০° ৩২' ৩০" উঃ এবং ভ্রাঘি• ৭৮, ২৫ পূঃ । নগরের সম্মুখে একটা ক্ষুদ্রনী প্রবাহিত আছে, উহাতে সমর সময় ভয়ানক বস্ত হয় বলিয়া, তীরভূমে একটা বিস্তৃত বাধ আছে। ঐ বালুকাময় তীরে প্রতিসপ্তাহে হাট বসে। প্রতিবৎসর মাখমাসে এখানে একটা মেলা হয়। শতাব্দ পূৰ্ব্বে কৃষ্ণজী সিয়ে নামক জনৈক ব্যক্তি এখানকার চুর্গ নিৰ্ম্মাণ করান। ठिमि शब्रमब्रांदान ७ cऊँॉन्ग १वर*ि इहेष्ठ २०० ५ड অশ্বরোহীসেন পালন করিবার অঙ্গীকারে এই নগর লিঙ্কর ভোগ করিবার অধিকার প্রাপ্ত হন। এখানে জহিকেন, ইক্ষু ও এলাচাদি চালের উদ্ধান আছে । রেছিৎপৰ্ব্বা (স্ত্রী) বল্লিদুৰ্ব্ব । ( রাজমি• } রোহতক ( রোহিতক ), পঞ্জাব প্রদেশের ছিলায় বিভাগের অন্তর্গত একটী জেলা । তথাকার ছোটলাটের শাসনাধীন।