পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
ভানুসিংহের পদাবলী।

(১৪)


মল্লার।

বাদর বরখন, নীরদ গরজন,
 বিজুলী চমকন ঘোর,
উপেখই কৈছে, আও তু কুঞ্জে
 নিতি নিতি মাধব মোর!
ঐছন কুঞ্জে আসিও না তুঁহু,
 মিনতি করত হতভাগী,
মাধব কাহ তু পাওব দুখরে,
 দুখিনী হমার লাগি?
ঘন ঘন চপলা চমকয় যব পহু
 বজর পাত যব হোয়,
তুহুক বাত তব সমরয়ি মাধব
 ডর অতি লাগত মোয়!